স্পোর্টস ডেস্ক: ইতিহাসের সবচেয়ে টি-টোয়েন্টি চলছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের নবম আসর শুরু হয়ে এরই মধ্যে ৫দিন পারও হয়ে গেছে। এবারের আসরে অংশ নিচ্ছে মোট ২০ দল। ১৫ সদস্যের স্কোয়াড হিসাব করলে জমজমাট এই টুর্নামেন্টে খেলছেন মোট ৩০০ জন ক্রিকেটার। এর মধ্যে মাত্র ২ জন ক্রিকেটার আছেন, যারা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের সবগুলো আসরে অংশ নিয়েছেন।
তারা হলেন- বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা।
সম্ভবত, এবারই শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছেন রোহিত। আর যদি তাই হয়, তাহলে শেষ বিশ্বকাপে ভালো কিছুই করে যেতে চাইবেন ভারতীয় এই ক্রিকেটার। রোহিত এমন দৃষ্টান্তও স্থাপন করতে চান, যা তরুণ ও পরবর্তী প্রজন্ম দীর্ঘদিন মনে রাখবে।
এতগুলো (৯টি) বিশ্বকাপ খেলছেন, এতে আপনার অনুভূতি কী? এমন প্রশ্নে আইসিসির কাছে অকপটে রোহিত বলেন, এটি বেশ উত্তেজনাপূর্ণ।
রোহিত বলেন, ‘সত্যি বলতে, আমি এটা নিয়ে কখনো চিন্তাই করিনি। তবে সব টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে ভালো লাগছে। আমি এটির প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। আপনি যখন আইসিসি টুর্নামেন্টে আসেন, এটা সবসময়ই উত্তেজনাপূর্ণ এবং অনেক নতুন চ্যালেঞ্জ নিয়ে আপনাকে আসতে হয়।’
২০০৭ সালে যখন প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করে আইসিসি, সে সময় থেকেই ভারতীয় দলে ছিলেন রোহিত। সে আসরেই একমাত্র শিরোপা জিতে ভারতীয়রা। এরপর প্রায় ১৭ বছরে ৮টি আসর চলে গেলেও আর বিশ্বকাপ জিততে পারেনি তারা।
এবার কি ১৭ বছরের অপেক্ষা শেষ হবে? নাকি ভারততে তাকিয়ে থাকতে হবে পরবর্তী আসরের জন্য?
এমন প্রশ্নে রোহিত বলেন, ‘দেখুন, বিশ্বকাপ জেতা সবসময়ই স্বপ্ন। বিশ্বকাপ জেতা সবচেয়ে মর্যাদাপূর্ণ জিনিস; আপনি এখন পর্যন্ত যা করেছেন। আমি যে সমস্ত বিশ্বকাপ খেলেছি তাতে আমার কাছে কোনো কিছুই নতুন নয়। আমি সবসময় জিততে চেয়েছিলাম এবং আমি এখনও সে দিকে তাকিয়েই খেলা চালিয়ে যাবো।’
রোহিত যদি নিজের শেষ বিশ্বকাপ খেলে ফেলে তাহলে নতুনদের জন্য কী বলতে চান, এমন প্রশ্নে তিনি বলেন, ‘জাতীয় দলের একজন খেলোয়াড় হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে পরবর্তী প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা। তাই আমি মনে করি, এমন কিছু রেখে যেতে চাই, পরবর্তী প্রজন্মের যা একটি চিহ্ন হয়ে থাকবে। তারা আমাদের অনুসরণ করতে চলবে, আমরা যেভাবে খেলি এবং মাঠে নিজেদেরকে নিয়ে যাই।’
ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমি মনে করি, আপনি যে চেষ্টা করছেন, এই সময়ে এটিই গুরুত্বপূর্ণ। বর্তমান মুহুর্তটি উপভোগ করুন। বাকিটা সর্বশক্তিমানের উপর ছেড়ে দিন। কারণ আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ যে, আপনি যা করতে পারেন, তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনার কাজের নীতিতে আন্তরিক হন। খেলাধুলার প্রতি একাগ্র হন। আমি মনে করি, আমি যদি এই সমস্ত কিছু করতে পারি তবেই কেবল সবকিছু পরিপূর্ণ হবে।’
আজ বুধবার রাত সাড়ে ৮টায় ব্শ্বিকাপ মিশন শুরু করবে ভারত। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। আইরিশদের হারিয়ে অন্যান্য দলগুলোকে নতুন বার্তা দিতে চায় রাহুল দ্রাবিড়ের শিষ্যরা।
বিজনেস আওয়ার/০৫ জুন/ রানা