বিজনেস আওয়ার প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০২-০৬ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নিয়েছে ৪১২টি প্রতিষ্ঠান। এরমধ্যে ১৬৭টির দর বেড়েছে, ২০৪টির দর কমেছে, ২২টির দর অপরিবর্তিত ছিল এবং ১৯টির লেনদেন হয়নি।
সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২১.৮২ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফরচুন সুজের ২০.২১ শতাংশ, এমারেল্ড অয়েলের ১৯.৪৭ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজের ১৭.৬৮ শতাংশ, নূরানী ডাইংয়ের ১৯.৯২ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ১৮.৬০ শতাংশ, তুং হাই নিটিংয়ের ১৭.৫০ শতাংশ, বিডি থাই এ্যালুমিনিয়ামের ১৭.৪৭ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের ১৬.৯৪ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ১৪.১৭ শতাংশ এবং আফতাব অটোমোবাইলস লিমিটেডের ১৩.৬৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।
বিজনেস আওয়ার/০৭ জুন/ এ এইচ