1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু ম্যানসিটির
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৪:৩৪ পূর্বাহ্ন

জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু ম্যানসিটির

  • পোস্ট হয়েছে : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
print sharing button

স্পোর্টস ডেস্ক: জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু হলো ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটির। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে পোর্তোর বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে ম্যানসিটি।

ম্যাচে প্রথমে কিন্তু পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার সিটিই। ম্যাচের চতুর্থ মিনিটে লুইস দিয়াসের দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় পোর্তো। মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে ডি-বক্সে ঢুকে দারুণ এক শটে গোল করেন কলম্বিয়ান তারকা।

অবশ্য লিডটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছুক্ষণ পরই সিটির রাহিম স্টার্লিংকে ডি-বক্সে ফাউল করেন পোর্তোর ডিফেন্ডার পেপে। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি সার্জিও আগুয়েরো। প্রথমার্ধে আর গোল হয়নি।

দ্বিতীয়ার্ধের শুরুতে গিনদোয়ানকে গোল বঞ্চিত করেন পোর্তো গোলরক্ষক। ৬৫ মিনিটে গিনদোয়ানকে আর আটকানো যায়নি। দারুণ এক ফ্রি-কিকে বল জালে জড়িয়ে দেন তিনি।

৭৩ মিনিটে ফিল ফোডেনের পাস ধরে সিটির পক্ষে তৃতীয় গোলটা করেন বদলি হিসেবে নামা ফেররান তরেস। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি। এ নিয়ে পোর্তোর বিপক্ষে তিন ম্যাচ খেলে তিনটিতেই জিল সিটি।

বিজনেস আওয়ার/২২অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ