বিজনেস আওয়ার প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশের নাম সংশোধনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ব্যাংকটির নাম ‘এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড’ এর পরিবর্তে ‘এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশ পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই।
মঙ্গলবার (১১ জুন) থেকে ব্যাংকটির নতুন নাম কার্যকর হবে। নাম সংশোধন ছাড়া ব্যাংকটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
বিজনেস আওয়ার/১১ জুন/ এ এইচ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: