ঢাকা , শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আতঙ্ক কাটিয়ে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

  • পোস্ট হয়েছে : ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
  • 152

বিজনেস আওয়ার প্রতিবেদক: বাজেটকে সামনে রেখে গত দুই মাস যাবত দেশের শেয়ারবাজারে দেখা গেছে পতনের তান্ডব। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে গেইন ট্যাক্স আরোপের খবরকে কেন্দ্র করে এই সময়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ৭৫০ পয়েন্টের মতো।

০৬ জুন (বৃহস্পতিবার) জাতীয় সংসদে উত্থাপিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে গেইন ট্যাক্স আরোপ করার প্রস্তাব করা হলে বাজারে আরও আতঙ্ক তৈরি হয়। যে কারণে গত তিনদিন শেয়ারবাজারে বড় পতন হয়। এই তিন দিনে ডিএসইর সূচক পড়ে যায় ১৬৭ পয়েন্ট। আজ বুধবার বাজেটের ধাক্কা কাটিয়ে সামনের পথে যাওয়ার পথে রয়েছে উভয় শেয়ারবাজার-এমনটাই আশাবাদ ব্যক্ত করছেন বাজার সংশ্লিষ্টরা।

আজ উভয় বাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে। এতে বুঝা যায়, বাজারে ফোর্স সেলের থাবা শেষ হয়েছে। যে কারণে সূচক বাড়লেও সেল প্রেসার তেমন নেই। এতোদিন ফোর্স সেল প্রতিদিন বাজারকে কাবু করে রেখেছে।

বুধবারের বাজার পর্যালোচনা

আজ বুধবার (১২ জুন) ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১৩.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৩ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৭.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১০০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮১২ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৫০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৪৩১ কোটি ৬৪ লাখ টাকার।

আজ ডিএসইতে ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬১টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টির।

অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএই) আজ লেনদেন হয়েছে ১১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের দিন লেনদেন হয়েছিল ১০৭ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

এদিন সিএসইতে ২১৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি প্রতিষ্ঠানের।

আগের দিন লেনদেন হয়েছিল ২১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এরমধ্যে দর বেড়েছিল ২৫টির, কমেছিল ১৬৩টির এবং অপরিবর্তিত ছিল ২৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।

বিজনেস আওয়ার/১২ জুন/ এ এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আতঙ্ক কাটিয়ে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

পোস্ট হয়েছে : ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: বাজেটকে সামনে রেখে গত দুই মাস যাবত দেশের শেয়ারবাজারে দেখা গেছে পতনের তান্ডব। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে গেইন ট্যাক্স আরোপের খবরকে কেন্দ্র করে এই সময়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ৭৫০ পয়েন্টের মতো।

০৬ জুন (বৃহস্পতিবার) জাতীয় সংসদে উত্থাপিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে গেইন ট্যাক্স আরোপ করার প্রস্তাব করা হলে বাজারে আরও আতঙ্ক তৈরি হয়। যে কারণে গত তিনদিন শেয়ারবাজারে বড় পতন হয়। এই তিন দিনে ডিএসইর সূচক পড়ে যায় ১৬৭ পয়েন্ট। আজ বুধবার বাজেটের ধাক্কা কাটিয়ে সামনের পথে যাওয়ার পথে রয়েছে উভয় শেয়ারবাজার-এমনটাই আশাবাদ ব্যক্ত করছেন বাজার সংশ্লিষ্টরা।

আজ উভয় বাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে। এতে বুঝা যায়, বাজারে ফোর্স সেলের থাবা শেষ হয়েছে। যে কারণে সূচক বাড়লেও সেল প্রেসার তেমন নেই। এতোদিন ফোর্স সেল প্রতিদিন বাজারকে কাবু করে রেখেছে।

বুধবারের বাজার পর্যালোচনা

আজ বুধবার (১২ জুন) ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১৩.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৩ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৭.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১০০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮১২ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৫০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৪৩১ কোটি ৬৪ লাখ টাকার।

আজ ডিএসইতে ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬১টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টির।

অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএই) আজ লেনদেন হয়েছে ১১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের দিন লেনদেন হয়েছিল ১০৭ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

এদিন সিএসইতে ২১৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি প্রতিষ্ঠানের।

আগের দিন লেনদেন হয়েছিল ২১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এরমধ্যে দর বেড়েছিল ২৫টির, কমেছিল ১৬৩টির এবং অপরিবর্তিত ছিল ২৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।

বিজনেস আওয়ার/১২ জুন/ এ এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: