বিজনেস আওয়ার প্রতিবেদক: আগামী তিন বছরের মধ্যে দেশ পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। একই সঙ্গে পেঁয়াজে ভারতের ওপর নির্ভরশীলতা কমাতে চাই বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সচিবালেয় বাণিজ্যমন্ত্রীর দপ্তরে ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, পেঁয়াজ রফতানি বন্ধের আগে অন্তত এক মাসের নোটিশ দিতে ভারতের প্রতি অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে ভারতের ওপর নির্ভরশীলতা কমিয়ে ৩ বছরের মধ্যে পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে চায় বাংলাদেশ।
তিনি বলেন, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় আমরা তুরস্ক, ইজিপ্ট, চায়না ও মায়ানমার থেকে পেঁয়াজ আমদিন করা হচ্ছে। আমদানিকৃত পেঁয়াজ চট্টগ্রাম বন্দর পর্যন্ত আনতে খরচ পড়ে প্রতি কেজি ৪৫ টাকা। সেটা ৬০ থেকে ৬৫ টাকার নিচে খুচড়া বাজারে বিক্রি করা যাবে না।
বিজনেস আওয়ার/২২অক্টোবর, ২০২০/এ