বিজনেস আওয়ার প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৯-১৩ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের নেতৃত্বে উঠে এসেছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭.৫৬ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৫ কোটি ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৯৯ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৩ কোটি ৯০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৬৯ শতাংশ।
এছাড়া, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সী পার্ল হোটেলের ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার টাকা, ইউনিলিভার কনজ্যুমারের ১২ কোটি ১০ লাখ ৯০ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১১ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা, রূপালী লাইফ ইন্সুরেন্সের ১০ কোটি ৪৪ লাখ ৪০ হাজার টাকা, ব্রিটিশ অ্যামেরিকান টোবাকোর ৯ কোটি ৮৭ লাখ ৩০ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৯ কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকা এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৯ কোটি ৪২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/১৪ জুন/ এ এইচ