ঢাকা , শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

আমি তো অভিনয় ছাড়া আর কিছুই পারি না: তমা মির্জা

  • পোস্ট হয়েছে : ১১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
  • 24

বিনোদন ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জা। গত বছর ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয় করে তুমুল খ্যাতি পেয়েছেন এই অভিনেত্রী। পাশাপাশি ‘ফ্রাইডে’, ‘৭ নম্বর ফ্লোর’সহ বেশ কয়েকটি ওয়েব সিরিজের আলোচিত নামও তমা মির্জা।

একটি গণমাধ্যমকে নিজের ব্যস্ততা, কাজসহ নানা প্রসঙ্গে কথা বলেছেন তমা মির্জা। সেখানে প্রশ্ন করা হয়; শুনেছি, অভিনয় আপনার প্রাণ। সেই অভিনয়কে যদি নিষিদ্ধ ঘোষণা করা হয়, কী করবেন? তিনি বলেন, বেকার হয়ে থাকব। আমি তো অভিনয় ছাড়া আর কিছুই পারি না।

২০১০ সালে ‘বলো না তুমি আমার’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তমার। পাশাপাশি বেশ কিছু চলচ্চিত্রে পার্শ্বনায়িকা হিসেবেও অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ‘ও আমার দেশের মাটি’ চলচ্চিত্রে নায়িকা চরিত্রে অভিনয় করে আলোচিত হন তিনি। ২০১৫ সালে ‘নদীজন’ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

এদিকে, প্রথমবারের মতো ভারতীয় নির্মাতা, অভিনেতা ও গায়ক অঞ্জন দত্তের পরিচালনায় একটি মিউজিক্যাল ওয়েব সিরিজে অভিনয় করেছেন গত বছর তমা মির্জা। ‌‘দুই বন্ধু’ নামের ওয়েব সিরিজটি খুব শিগগির মুক্তি পাবে দেশি ওটিটি প্ল্যাটফর্মে।

বিজনেস আওয়ার/২৪ জুন/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আমি তো অভিনয় ছাড়া আর কিছুই পারি না: তমা মির্জা

পোস্ট হয়েছে : ১১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪

বিনোদন ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জা। গত বছর ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয় করে তুমুল খ্যাতি পেয়েছেন এই অভিনেত্রী। পাশাপাশি ‘ফ্রাইডে’, ‘৭ নম্বর ফ্লোর’সহ বেশ কয়েকটি ওয়েব সিরিজের আলোচিত নামও তমা মির্জা।

একটি গণমাধ্যমকে নিজের ব্যস্ততা, কাজসহ নানা প্রসঙ্গে কথা বলেছেন তমা মির্জা। সেখানে প্রশ্ন করা হয়; শুনেছি, অভিনয় আপনার প্রাণ। সেই অভিনয়কে যদি নিষিদ্ধ ঘোষণা করা হয়, কী করবেন? তিনি বলেন, বেকার হয়ে থাকব। আমি তো অভিনয় ছাড়া আর কিছুই পারি না।

২০১০ সালে ‘বলো না তুমি আমার’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তমার। পাশাপাশি বেশ কিছু চলচ্চিত্রে পার্শ্বনায়িকা হিসেবেও অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ‘ও আমার দেশের মাটি’ চলচ্চিত্রে নায়িকা চরিত্রে অভিনয় করে আলোচিত হন তিনি। ২০১৫ সালে ‘নদীজন’ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

এদিকে, প্রথমবারের মতো ভারতীয় নির্মাতা, অভিনেতা ও গায়ক অঞ্জন দত্তের পরিচালনায় একটি মিউজিক্যাল ওয়েব সিরিজে অভিনয় করেছেন গত বছর তমা মির্জা। ‌‘দুই বন্ধু’ নামের ওয়েব সিরিজটি খুব শিগগির মুক্তি পাবে দেশি ওটিটি প্ল্যাটফর্মে।

বিজনেস আওয়ার/২৪ জুন/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: