ঢাকা , শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

টিজারে ভয়ের বার্তা দিল ‘স্ত্রী ২’

  • পোস্ট হয়েছে : ১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
  • 22

বিনোদন ডেস্ক: ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত হরর কমেডি চলচ্চিত্র ‘স্ত্রী’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর জুটির সিনেমাটি বক্স অফিসে ছিল ব্লকবাস্টার। কমেডির মোড়কে পর্দায় ভয়ের আবহ তৈরি করেছিল ‘স্ত্রী’। এবার এর দ্বিতীয় কিস্তি আসছে নতুন করে ভয়ের বার্তা নিয়ে।

দীর্ঘ ছয় বছর পর আসছে ‘স্ত্রী ২’। দিন কয়েক আগেই শ্রদ্ধা কাপুর ‘স্ত্রী ২’ মুক্তির তারিখ ঘোষণা করেছেন। ইনস্টাগ্রামে অভিনেত্রী লেখেন, ‘এই স্বাধীনতা দিবসে আসছে স্ত্রী। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত স্ত্রী-এর পর নতুন সিনেমা।

’অর্থাৎ ১৫ আগস্ট বড় পর্দায় মুক্তি পাবে হরর কমেডি ‘স্ত্রী ২’। আর এবার দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল সিনেমাটির টিজার।

‘স্ত্রী ২’-এর টিজারে দেখা গেছে, ঘোমটা দিয়ে মুখ ঢাকা স্ত্রীর মূর্তির ওপর জল ঢালছে সবাই। মূর্তির পাদদেশে লেখা ‘ও স্ত্রী রক্ষা কর’।

এরপর রাজকুমার রাওয়ের চোখে-মুখে আতঙ্কের ছাপ। ভয় মিশ্রিত কণ্ঠে বলছেন, ‘ও তো সত্যিই এসে গেছে।’ এরপরই চারদিকে আতঙ্ক ছড়াতেই দেখা মিলল শ্রদ্ধা কাপুরের। এক মিনিটের টিজারের রাজকুমার-শ্রদ্ধা-তামান্না ভাটিয়া থেকে পঙ্কজ ত্রিপাঠিসহ সব স্টার কাস্টের ঝলক রয়েছে।

মধ্যপ্রদেশের চান্দেরি গ্রামে এক তরুণীর অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়।

রাতের অন্ধকারে কোনো পুরুষকে একা দেখলেই সে ডাকে। পেছনে ঘুরলেই গায়েব করে দেওয়া হয় সেই পুরুষকে। শুধু থেকে যায় তাঁর পোশাক। এমন চমৎকার আর শিহরণ জাগানো গল্পেই স্ত্রী ছিল ব্যাপক দর্শকপ্রিয়। এবারও সেই ভয় ও কমেডির ধারাবাহিকতা ধরে রাখার ইঙ্গিত মিলেছে টিজারে।

‘স্ত্রী ২’ পরিচালনা করেছেন অমর কৌশিক। এর আগে তার পরিচালনায়ই ‘স্ত্রী’ বক্স অফিসে ঝড়ু তুলেছিল। এবারও কৌশিকের পরিচালনায় ‘স্ত্রী ২’তেও পুরনো ছন্দেই দেখা মিলল শ্রদ্ধার। ভিকির চরিত্রে রয়েছেন রাজকুমার রাও। বিট্টু আর জনার চরিত্রে অপার শক্তি খুরানা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। রুদ্র হিসেবে ফের হাজির পঙ্কজ ত্রিপাঠি। তবে ‘স্ত্রী ২’তে রয়েছে একটা বড় চমক, বরুণ ধাওয়ান। ‘ভেড়িয়া’ সিনেমায় তার সেই চরিত্র নিয়েই ক্যামিও হিসেবে হাজির থাকছেন বরুণ। সঙ্গে এবার নতুন করে যুক্ত হয়েছেন তামান্না ভাটিয়া। ১৫ আগস্ট বড় পর্দায় মুক্তি পাবে সিনেমাটি।

বিজনেস আওয়ার/২৬ জুন/রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

টিজারে ভয়ের বার্তা দিল ‘স্ত্রী ২’

পোস্ট হয়েছে : ১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪

বিনোদন ডেস্ক: ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত হরর কমেডি চলচ্চিত্র ‘স্ত্রী’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর জুটির সিনেমাটি বক্স অফিসে ছিল ব্লকবাস্টার। কমেডির মোড়কে পর্দায় ভয়ের আবহ তৈরি করেছিল ‘স্ত্রী’। এবার এর দ্বিতীয় কিস্তি আসছে নতুন করে ভয়ের বার্তা নিয়ে।

দীর্ঘ ছয় বছর পর আসছে ‘স্ত্রী ২’। দিন কয়েক আগেই শ্রদ্ধা কাপুর ‘স্ত্রী ২’ মুক্তির তারিখ ঘোষণা করেছেন। ইনস্টাগ্রামে অভিনেত্রী লেখেন, ‘এই স্বাধীনতা দিবসে আসছে স্ত্রী। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত স্ত্রী-এর পর নতুন সিনেমা।

’অর্থাৎ ১৫ আগস্ট বড় পর্দায় মুক্তি পাবে হরর কমেডি ‘স্ত্রী ২’। আর এবার দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল সিনেমাটির টিজার।

‘স্ত্রী ২’-এর টিজারে দেখা গেছে, ঘোমটা দিয়ে মুখ ঢাকা স্ত্রীর মূর্তির ওপর জল ঢালছে সবাই। মূর্তির পাদদেশে লেখা ‘ও স্ত্রী রক্ষা কর’।

এরপর রাজকুমার রাওয়ের চোখে-মুখে আতঙ্কের ছাপ। ভয় মিশ্রিত কণ্ঠে বলছেন, ‘ও তো সত্যিই এসে গেছে।’ এরপরই চারদিকে আতঙ্ক ছড়াতেই দেখা মিলল শ্রদ্ধা কাপুরের। এক মিনিটের টিজারের রাজকুমার-শ্রদ্ধা-তামান্না ভাটিয়া থেকে পঙ্কজ ত্রিপাঠিসহ সব স্টার কাস্টের ঝলক রয়েছে।

মধ্যপ্রদেশের চান্দেরি গ্রামে এক তরুণীর অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়।

রাতের অন্ধকারে কোনো পুরুষকে একা দেখলেই সে ডাকে। পেছনে ঘুরলেই গায়েব করে দেওয়া হয় সেই পুরুষকে। শুধু থেকে যায় তাঁর পোশাক। এমন চমৎকার আর শিহরণ জাগানো গল্পেই স্ত্রী ছিল ব্যাপক দর্শকপ্রিয়। এবারও সেই ভয় ও কমেডির ধারাবাহিকতা ধরে রাখার ইঙ্গিত মিলেছে টিজারে।

‘স্ত্রী ২’ পরিচালনা করেছেন অমর কৌশিক। এর আগে তার পরিচালনায়ই ‘স্ত্রী’ বক্স অফিসে ঝড়ু তুলেছিল। এবারও কৌশিকের পরিচালনায় ‘স্ত্রী ২’তেও পুরনো ছন্দেই দেখা মিলল শ্রদ্ধার। ভিকির চরিত্রে রয়েছেন রাজকুমার রাও। বিট্টু আর জনার চরিত্রে অপার শক্তি খুরানা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। রুদ্র হিসেবে ফের হাজির পঙ্কজ ত্রিপাঠি। তবে ‘স্ত্রী ২’তে রয়েছে একটা বড় চমক, বরুণ ধাওয়ান। ‘ভেড়িয়া’ সিনেমায় তার সেই চরিত্র নিয়েই ক্যামিও হিসেবে হাজির থাকছেন বরুণ। সঙ্গে এবার নতুন করে যুক্ত হয়েছেন তামান্না ভাটিয়া। ১৫ আগস্ট বড় পর্দায় মুক্তি পাবে সিনেমাটি।

বিজনেস আওয়ার/২৬ জুন/রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: