স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার রাতে ইউরো চ্যাম্পিয়নশিপের ম্যাচে স্লোভেনিয়ার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর ইংলিশ সমর্থকদের রোষানলে পড়েন দেশটির কোচ গ্যারেথ সাউথগেট। সমর্থকরা কোচ সাউথগেটকে লক্ষ্য করে বিয়ারের প্লাস্টিকের কাপসহ বিভিন্ন বস্তু নিক্ষেপ করে।
ম্যাচের পর ইংল্যান্ডের ম্যানেজার এবং খেলোয়াড়রা সমর্থকদের ধন্যবাদ দিতে গ্যালারির দিকে গেলে এ ঘটনা ঘটে। ইংল্যান্ড গ্রুপ ‘সি’ তে শীর্ষে থেকে শেষ ষোলোয় উঠেছে।
সমর্থকদের এমন আচরণের পর ইংলিশ কোচ তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আমি তাদের মনের অবস্থা বুঝতে পেরেছি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সমর্থকরা সবসময় দলের সাথে থাকে। এটা ভালো যে, ঘটনাটি আমার সাথে ঘটেছে, খেলোয়াড়দের সাথে নয়। তবে আমি এটা বলবো যে, কোনো দল যোগ্যতা অর্জনের এমন ঘটতে কখনো দেখিনি।’
সাউথগেট বলেছেন, ‘আমরা গত ৬-৭ বছরে ইংল্যান্ড দলকে নিয়ে অনেক মজার সময় কাটিয়েছি। আমি মনে করি, খেলোয়াড়দের জন্য যা উপভোগ্য হয়েছে। আমাদের এখন সতর্ক থাকতে হবে যাতে অবস্থা সেভাবেই থাকে।’
বিজনেস আওয়ার/২৬ জুন/রানা