স্পোর্টস ডেস্ক: হ্যামস্ট্রিং ইনজুরির কারণে কোপা আমরিকা থেকে ছিটকে পড়লেন মেক্সিকোর অধিনায়ক এডসন আলভারেজ। অধিনায়ক নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট দিয়ে এ কথা জানিয়েছেন।
‘দুর্ভাগ্যবশত কোপা আমেরিকায় আমার অংশগ্রহণ শেষ হয়ে গেছে, – লিখেছেন ওয়েস্ট হ্যাম ইউনাইটেড এই মিডফিল্ডার।
তবে তিনি দল ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন না। মাঠের বাইরে থেকে দলের জন্য ভূমিকা পালন করবেন। ‘ছিটকে গেলেও আমি শেষ পর্যন্ত দলের সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছি। মাঠের বাইরে থেকে ভূমিকা রাখতে চাই’-বলেছেন আলভারেজ।
মেক্সিকো কোপা আমেরিকা শুরু করেছে জ্যামাইকার বিপক্ষে জয় দিয়ে। বাধা এখনও রয়ে গেছে। এর মধ্যে আলভারেজের ছিটকে পড়ার খবর। মেক্সিকো অধিনায়ক শনিবার কোপা আমেরিকায় জ্যামাইকার বিপক্ষে ম্যাচে আঘাত পপেয়েছেন।
জয়ে শুরু করলেও অধিনায়কের ছিটকে পড়া ভাবিয়ে তুলেছে দলের কোচ ও অন্য খেলোয়াড়দের। কোচ জিমি লোজানো বলেছেন, ‘যে কোনো খেলোয়াড়কে ইনজুরিতে হারানো জাতীয় দলের জন্য একটি বড় ধাক্কা। তারপরও আমাদের এগিয়ে যেতে হবে।’
মেক্সিকো বৃহস্পতিবার সকাল ৭ টায় দ্বিতীয় ম্যাচ খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে। গ্রুপের অন্য ম্যাচে ভোর ৪ টায় মুখোমুখি হবে জ্যামাইকা ও ইকুয়েডর।
বিজনেস আওয়ার/২৬জুন/ রানা