ঢাকা , রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ইতালিকে ভয় পায় না সুইজারল্যান্ড

  • পোস্ট হয়েছে : ০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
  • 29

স্পোর্টস ডেস্ক: ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয় কারা খেলবেন, তা নির্ধারণ হয়ে গেছে এরই মধ্যে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ইতালি পেয়েছে সুইজারল্যান্ডকে ও জার্মানির প্রতিপক্ষ ডেনমার্ক। ফ্রান্স প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নেদারল্যান্ডস, ইংল্যান্ড পেলো স্লোভাকিয়া, স্পেন পেলো জর্জিয়া এবং পর্তুগাল পেলো স্লোভেনিয়াকে।

বর্তমান চ্যাম্পিয়ন ইতালি গ্রুপ পর্বের ৩ ম্যাচের একটি জিতে ও একটি ড্র করে ‘বি’ গ্রুপে স্পেনের নিচে থেকে পরের রাউন্ডে উঠেছে। শিরোপা ধরে রাখতে আরো চার ম্যাচ জিততে হবে তাদের। আজ্জুরিরা কি পারবে? নাকি তাদেরকে থামিয়ে দেবে সুইসরা?

ধারে, ভারে আর অর্জনে সুইজারল্যান্ডের বিপক্ষে ইতালিই ফেবারিট। তাই বলে সুইজারল্যান্ড ইতালিকে ভয় পাচ্ছে না। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের নিয়ে তারা সেভাবে মাথাও ঘামাচ্ছে না বলে জানিয়েছেন সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন। বরং তিনি বলেছেন এ ম্যাচ নিয়ে তার দলের ‘মহান আত্মবিশ্বাস’ রয়েছে।

গ্রুপ ‘এ’ তে হাঙ্গেরিকে ৩-১ গোলে হারিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে সুইজারল্যান্ড। গ্রুপের শেষ ম্যাচে তারা স্বাগতিক জার্মানির সাথে ১-১ গোলে ড্র করে।

ইতালি শুরু করেছিল আলবেনিয়াকে ২-১ গোলে হারিয়ে। স্পেনের কাছে হেরে যাওয়ার পর ক্রোয়েশিয়ার বিরুদ্ধে হারতে হারতে ড্র করে উঠে যায় নকআউট পর্বে।

ইতালির বিপক্ষে ম্যাচ নিয়ে সুইজারল্যান্ডের সাংবাদিকদের দেশটির কোচ ইয়াকিন বলেছেন, ‘ইতালির সাথে খেলবো। তাই প্রথমত বলতে পারি না আমরা ফেবারিট। কারণ, দলটি ইতালি। তবে গ্রুপের শেষ ম্যাচে জার্মানির বিপক্ষে ড্র আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। আমরা সেটা লুকিয়েও রাখতে পারি না। আমরা ইতালির ম্যাচটি নিয়ে সতর্কতার সাথে এগুচ্ছি। কৌশল বিশ্লেষণ করে ম্যাচটি নিয়ে আমরা আরো গভীরে ভাববো। ইতালি শক্তিশালী। আমরাও প্রস্তুত। এমন একটি ম্যাচে টিকে থাকার যথেষ্ট মানসিক শক্তি আমাদের রয়েছে।’

সুইজারল্যান্ডের কোচ নিজেদের খেলাটাই খেলতে চান। ইতালিকে নিয়ে খুব বেশি চিন্তা করতে চান না, ‘আসলে আমি চিন্তা করি, বিপরীতটা। মানে আমার দল নিয়ে ভাবনা। যে জিনিসগুলো আমাদের জন্য ভাল কাজ করবে।’

ইতালির লিগকে নিজের ফেবারিট উল্লেখ করে ইয়াকিন বলেছেন, ‘ইতালির একটি দুর্দান্ত লিগ রয়েছে, যা আমি সত্যিই পছন্দ করি। টেকনিক আর ট্যাকটিসে ভরপুর। জাতীয় দলে ওই লিগের দারুণ কয়েকজন খেলোয়াড় আছেন। এটা একটা বড় চ্যালেঞ্জ হবে। আমরা নিজেদের দিকেই তাকাচ্ছি। এটাও ঠিক, আমাদের প্রতিপক্ষের দিকেও নজর দিতে হবে। ইতালির খেলার মধ্যে বৈচিত্র্যতা আছে। সেটাই ইতালীয়দের শক্তি। ঐ বৈচিত্র্যতাই দলটিকে বিপদজ্জনক করে তোলে। আমরা ভালো ফর্মে আছি। ইতালিও আমাদের কথা ভাববে।’

নিজেদের সমর্থকদের প্রশংসা করে সুইজারল্যান্ডের কোচ বলেছেন, ‘আমাদের পাশে বিস্ময়কর উপাদান ওই সমর্থকরা। স্বাগতিক জার্মানির বিপক্ষে আমাদের সমর্থকরা ছিলো সংখ্যালঘু। তারপরও তারা ৯০ মিনিট আমাদের যেভাবে সমর্থন করেছে, তা দুর্দান্ত ছিল।’

বিজনেস আওয়ার/২৭ জুন/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ইতালিকে ভয় পায় না সুইজারল্যান্ড

পোস্ট হয়েছে : ০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪

স্পোর্টস ডেস্ক: ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয় কারা খেলবেন, তা নির্ধারণ হয়ে গেছে এরই মধ্যে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ইতালি পেয়েছে সুইজারল্যান্ডকে ও জার্মানির প্রতিপক্ষ ডেনমার্ক। ফ্রান্স প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নেদারল্যান্ডস, ইংল্যান্ড পেলো স্লোভাকিয়া, স্পেন পেলো জর্জিয়া এবং পর্তুগাল পেলো স্লোভেনিয়াকে।

বর্তমান চ্যাম্পিয়ন ইতালি গ্রুপ পর্বের ৩ ম্যাচের একটি জিতে ও একটি ড্র করে ‘বি’ গ্রুপে স্পেনের নিচে থেকে পরের রাউন্ডে উঠেছে। শিরোপা ধরে রাখতে আরো চার ম্যাচ জিততে হবে তাদের। আজ্জুরিরা কি পারবে? নাকি তাদেরকে থামিয়ে দেবে সুইসরা?

ধারে, ভারে আর অর্জনে সুইজারল্যান্ডের বিপক্ষে ইতালিই ফেবারিট। তাই বলে সুইজারল্যান্ড ইতালিকে ভয় পাচ্ছে না। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের নিয়ে তারা সেভাবে মাথাও ঘামাচ্ছে না বলে জানিয়েছেন সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন। বরং তিনি বলেছেন এ ম্যাচ নিয়ে তার দলের ‘মহান আত্মবিশ্বাস’ রয়েছে।

গ্রুপ ‘এ’ তে হাঙ্গেরিকে ৩-১ গোলে হারিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে সুইজারল্যান্ড। গ্রুপের শেষ ম্যাচে তারা স্বাগতিক জার্মানির সাথে ১-১ গোলে ড্র করে।

ইতালি শুরু করেছিল আলবেনিয়াকে ২-১ গোলে হারিয়ে। স্পেনের কাছে হেরে যাওয়ার পর ক্রোয়েশিয়ার বিরুদ্ধে হারতে হারতে ড্র করে উঠে যায় নকআউট পর্বে।

ইতালির বিপক্ষে ম্যাচ নিয়ে সুইজারল্যান্ডের সাংবাদিকদের দেশটির কোচ ইয়াকিন বলেছেন, ‘ইতালির সাথে খেলবো। তাই প্রথমত বলতে পারি না আমরা ফেবারিট। কারণ, দলটি ইতালি। তবে গ্রুপের শেষ ম্যাচে জার্মানির বিপক্ষে ড্র আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। আমরা সেটা লুকিয়েও রাখতে পারি না। আমরা ইতালির ম্যাচটি নিয়ে সতর্কতার সাথে এগুচ্ছি। কৌশল বিশ্লেষণ করে ম্যাচটি নিয়ে আমরা আরো গভীরে ভাববো। ইতালি শক্তিশালী। আমরাও প্রস্তুত। এমন একটি ম্যাচে টিকে থাকার যথেষ্ট মানসিক শক্তি আমাদের রয়েছে।’

সুইজারল্যান্ডের কোচ নিজেদের খেলাটাই খেলতে চান। ইতালিকে নিয়ে খুব বেশি চিন্তা করতে চান না, ‘আসলে আমি চিন্তা করি, বিপরীতটা। মানে আমার দল নিয়ে ভাবনা। যে জিনিসগুলো আমাদের জন্য ভাল কাজ করবে।’

ইতালির লিগকে নিজের ফেবারিট উল্লেখ করে ইয়াকিন বলেছেন, ‘ইতালির একটি দুর্দান্ত লিগ রয়েছে, যা আমি সত্যিই পছন্দ করি। টেকনিক আর ট্যাকটিসে ভরপুর। জাতীয় দলে ওই লিগের দারুণ কয়েকজন খেলোয়াড় আছেন। এটা একটা বড় চ্যালেঞ্জ হবে। আমরা নিজেদের দিকেই তাকাচ্ছি। এটাও ঠিক, আমাদের প্রতিপক্ষের দিকেও নজর দিতে হবে। ইতালির খেলার মধ্যে বৈচিত্র্যতা আছে। সেটাই ইতালীয়দের শক্তি। ঐ বৈচিত্র্যতাই দলটিকে বিপদজ্জনক করে তোলে। আমরা ভালো ফর্মে আছি। ইতালিও আমাদের কথা ভাববে।’

নিজেদের সমর্থকদের প্রশংসা করে সুইজারল্যান্ডের কোচ বলেছেন, ‘আমাদের পাশে বিস্ময়কর উপাদান ওই সমর্থকরা। স্বাগতিক জার্মানির বিপক্ষে আমাদের সমর্থকরা ছিলো সংখ্যালঘু। তারপরও তারা ৯০ মিনিট আমাদের যেভাবে সমর্থন করেছে, তা দুর্দান্ত ছিল।’

বিজনেস আওয়ার/২৭ জুন/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: