ঢাকা , সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিকেট অস্ট্রেলিয়া ঘোষিত টি২০ বিশ্বকাপ একাদশে জায়গা পেলেন রিশাদ

  • পোস্ট হয়েছে : ০৫:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
  • 23

স্পোর্টস ডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় বার্বাডোজের কেনসিংটন ওভালে হতে যাওয়া জমজমাট ফাইনালের আগে বিশ্বকাপের সেরা পারফর্মারদের নিয়ে একাদশ ষোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

সিএ ঘোষিত টি২০ বিশ্বকাপ একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা পেলেন রিশাদ হোসেন। এই বিশ্বকাপে ১৩.৮৫ গড়ে ১৪ উইকেট শিকার করেছেন এই লেগস্পিনার। একক বিশ্বকাপে কোনো বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডও এটি।

প্রথমবারের মতো কোনো বিশ্বকাপে অংশ নিয়ে প্রথম ম্যাচেই চমক দেখিয়েছেন রিশাদ। শ্রীলঙ্কার বিপক্ষে ২২ রানে ৩ উইকেট শিকার করেন তিনি। ওই ম্যাচে জয়ের সুবাদেই মূলত সুপার এইটের যাত্রা সহজ হয় নাজমুল হোসেন শান্তর দলের।

সিএ ঘোষিত একাদশে জায়গা পেয়েছেন ৩ ভারতীয় ক্রিকেটার। তারা হলেন রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া ও জাসপ্রিত বুমরাহ। দুই করে জায়গা পেয়েছেন আফগানিস্তান ও অস্ট্রেলিয়া থেকে।

ওয়েস্ট ইন্ডিজ থেকে নিকোলাস পুরান, দক্ষিণ আফ্রিকা থেকে এনরিখ নরকিয়া ও যু্ক্তরাষ্ট্র থেকে দলে জায়গা করে নিয়েছেন অ্যারন জোনস।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশ্বকাপ একাদশ

রোহিত শর্মা, ট্র্যাভিস হেড, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), অ্যারন জোন্স, মার্কাস স্টয়নিজ, হার্দিক পান্ডিয়া, রশিদ খান (অধিনায়ক), রিশাদ হোসেন, ফজল হক ফারুকি, জাসপ্রিত বুমরাহ, এনরিখ নরকিয়া।

বিজনেস আওয়ার/২৯জুন/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ক্রিকেট অস্ট্রেলিয়া ঘোষিত টি২০ বিশ্বকাপ একাদশে জায়গা পেলেন রিশাদ

পোস্ট হয়েছে : ০৫:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪

স্পোর্টস ডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় বার্বাডোজের কেনসিংটন ওভালে হতে যাওয়া জমজমাট ফাইনালের আগে বিশ্বকাপের সেরা পারফর্মারদের নিয়ে একাদশ ষোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

সিএ ঘোষিত টি২০ বিশ্বকাপ একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা পেলেন রিশাদ হোসেন। এই বিশ্বকাপে ১৩.৮৫ গড়ে ১৪ উইকেট শিকার করেছেন এই লেগস্পিনার। একক বিশ্বকাপে কোনো বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডও এটি।

প্রথমবারের মতো কোনো বিশ্বকাপে অংশ নিয়ে প্রথম ম্যাচেই চমক দেখিয়েছেন রিশাদ। শ্রীলঙ্কার বিপক্ষে ২২ রানে ৩ উইকেট শিকার করেন তিনি। ওই ম্যাচে জয়ের সুবাদেই মূলত সুপার এইটের যাত্রা সহজ হয় নাজমুল হোসেন শান্তর দলের।

সিএ ঘোষিত একাদশে জায়গা পেয়েছেন ৩ ভারতীয় ক্রিকেটার। তারা হলেন রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া ও জাসপ্রিত বুমরাহ। দুই করে জায়গা পেয়েছেন আফগানিস্তান ও অস্ট্রেলিয়া থেকে।

ওয়েস্ট ইন্ডিজ থেকে নিকোলাস পুরান, দক্ষিণ আফ্রিকা থেকে এনরিখ নরকিয়া ও যু্ক্তরাষ্ট্র থেকে দলে জায়গা করে নিয়েছেন অ্যারন জোনস।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশ্বকাপ একাদশ

রোহিত শর্মা, ট্র্যাভিস হেড, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), অ্যারন জোন্স, মার্কাস স্টয়নিজ, হার্দিক পান্ডিয়া, রশিদ খান (অধিনায়ক), রিশাদ হোসেন, ফজল হক ফারুকি, জাসপ্রিত বুমরাহ, এনরিখ নরকিয়া।

বিজনেস আওয়ার/২৯জুন/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: