ঢাকা , মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর প্রশংসায় শাকিব খান

  • পোস্ট হয়েছে : ০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
  • 29

বিনোদন ডেস্ক: শাকিব খানের এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত ‘তুফান’ সিনেমাটি এরই মধ্যে বেশ দর্শকপ্রিয়তা লাভ করেছে। বিভিন্ন শ্রেণির দর্শকদের তিনি আকৃষ্ট করতে পেরেছেন বলে জানা গেছে। গান, অভিনয় ও সিনেমার গল্প- চলচ্চিত্রপ্রেমীদের মুগ্ধ করেছে।

‘তুফান’ সিনেমাটি মুক্তির পর শাকিব খান দর্শকদের সঙ্গে একবার দেখেছেন। শুধু তা-ই নয়, তিনি গত ২৮ জুন সিনেমাটি মহাখালীর স্টার সিনেপ্লেক্সে তার বাণিজ্যিক প্রতিষ্ঠানের চার শতাধিক কর্মকর্তা ও পরিবারের সদস্যদের নিয়েও সিনেমাটি উপভোগ করেছেন। সেদিন দুটি থিয়েটার বুকিং করে এ বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

‘তুফান’ দেখার পর শাকিব খান সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন। শাকিবকে সাংবাদিকরা এ সময় প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘তুফান’ সিনেমার প্রশংসা করেছেন। তাতে তার (শাকিবের) সিনেমার প্রতি দায়িত্ববোধ বৃদ্ধি পেয়েছে কিনা?

এমন প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, “আমাদের প্রধানমন্ত্রী বরাবরই সংস্কৃতিমনা। তিনি শিল্পীদের অনেক ভালোবাসেন। যখন জাতীয় চলচ্চিত্র পুরস্কার হয় তিনি প্রত্যেকটি অনুষ্ঠানে আসেন এবং সবার সঙ্গে কুশল বিনিময় করেন। শুধু তা-ই নয়, তিনি দীর্ঘক্ষণ বসে থাকেন। আজ তার দেশের সিনেমা এগিয়ে যাচ্ছে। তিনি যখন গর্ব করে বলেন তখন মনে হয় আমরা যে চেষ্টার পথে এগিয়ে যাচ্ছি সেই পথে আমরা অনেক এগিয়েছি। প্রধানমন্ত্রীর যদি সময় হয়, তিনি যদি স্পেশাল স্ক্রিনিংয়ে তিনি যদি ‘তুফান’ সিনেমাটি দেখেন সেটা আমাদের অনেক ভালো লাগবে।”

এরপর শাকিব আরও বলেন, ‘তুফান’ যে শুধু দেশেই ঝড় তুলেছে বিষয়টি তেমন না। ‘তুফান’ ঝড় পৃথিবীর সব খানেই চলছে। সবখানে এভাবে অগ্রীম টিকিট বুকিংয়ের নজির এর আগে কখনো দেখা যায়নি। এটা খুবই আনন্দের বিষয়। যে স্বপ্নটা আমরা সব সময় দেখে আসছি সেটাই বাস্তবায়ন হচ্ছে।

জানা গেছে, ‘তুফান’ সিনেমাটি শুধু দেশে নয় দেশের বাইরে আলোচনায় এসেছে। ২৮ জুন থেকে ৪টি মহাদেশের ১৪টি দেশে একযোগে মুক্তি পেয়েছে সিনেমাটি। এ দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, সুইডেন, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও বাহরাইন।

নির্মাতা রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ সিনেমায় শাকিব খান দ্বৈত চরিত্রে রূপদান করেছেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন টালিউডের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের অভিনেত্রী নাবিলা।

বিজনেস আওয়ার/৩০জুন/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

প্রধানমন্ত্রীর প্রশংসায় শাকিব খান

পোস্ট হয়েছে : ০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪

বিনোদন ডেস্ক: শাকিব খানের এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত ‘তুফান’ সিনেমাটি এরই মধ্যে বেশ দর্শকপ্রিয়তা লাভ করেছে। বিভিন্ন শ্রেণির দর্শকদের তিনি আকৃষ্ট করতে পেরেছেন বলে জানা গেছে। গান, অভিনয় ও সিনেমার গল্প- চলচ্চিত্রপ্রেমীদের মুগ্ধ করেছে।

‘তুফান’ সিনেমাটি মুক্তির পর শাকিব খান দর্শকদের সঙ্গে একবার দেখেছেন। শুধু তা-ই নয়, তিনি গত ২৮ জুন সিনেমাটি মহাখালীর স্টার সিনেপ্লেক্সে তার বাণিজ্যিক প্রতিষ্ঠানের চার শতাধিক কর্মকর্তা ও পরিবারের সদস্যদের নিয়েও সিনেমাটি উপভোগ করেছেন। সেদিন দুটি থিয়েটার বুকিং করে এ বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

‘তুফান’ দেখার পর শাকিব খান সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন। শাকিবকে সাংবাদিকরা এ সময় প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘তুফান’ সিনেমার প্রশংসা করেছেন। তাতে তার (শাকিবের) সিনেমার প্রতি দায়িত্ববোধ বৃদ্ধি পেয়েছে কিনা?

এমন প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, “আমাদের প্রধানমন্ত্রী বরাবরই সংস্কৃতিমনা। তিনি শিল্পীদের অনেক ভালোবাসেন। যখন জাতীয় চলচ্চিত্র পুরস্কার হয় তিনি প্রত্যেকটি অনুষ্ঠানে আসেন এবং সবার সঙ্গে কুশল বিনিময় করেন। শুধু তা-ই নয়, তিনি দীর্ঘক্ষণ বসে থাকেন। আজ তার দেশের সিনেমা এগিয়ে যাচ্ছে। তিনি যখন গর্ব করে বলেন তখন মনে হয় আমরা যে চেষ্টার পথে এগিয়ে যাচ্ছি সেই পথে আমরা অনেক এগিয়েছি। প্রধানমন্ত্রীর যদি সময় হয়, তিনি যদি স্পেশাল স্ক্রিনিংয়ে তিনি যদি ‘তুফান’ সিনেমাটি দেখেন সেটা আমাদের অনেক ভালো লাগবে।”

এরপর শাকিব আরও বলেন, ‘তুফান’ যে শুধু দেশেই ঝড় তুলেছে বিষয়টি তেমন না। ‘তুফান’ ঝড় পৃথিবীর সব খানেই চলছে। সবখানে এভাবে অগ্রীম টিকিট বুকিংয়ের নজির এর আগে কখনো দেখা যায়নি। এটা খুবই আনন্দের বিষয়। যে স্বপ্নটা আমরা সব সময় দেখে আসছি সেটাই বাস্তবায়ন হচ্ছে।

জানা গেছে, ‘তুফান’ সিনেমাটি শুধু দেশে নয় দেশের বাইরে আলোচনায় এসেছে। ২৮ জুন থেকে ৪টি মহাদেশের ১৪টি দেশে একযোগে মুক্তি পেয়েছে সিনেমাটি। এ দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, সুইডেন, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও বাহরাইন।

নির্মাতা রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ সিনেমায় শাকিব খান দ্বৈত চরিত্রে রূপদান করেছেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন টালিউডের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের অভিনেত্রী নাবিলা।

বিজনেস আওয়ার/৩০জুন/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: