বিজনেস আওয়ার ডেস্ক: ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও ২০২৫ অর্থবছরে ভারতের পণ্য ও সার্ভিস রপ্তানি ছাড়াতে পারে ৮০০ বিলিয়ন বা ৮০ হাজার কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ৩ শতাংশ বেশি। দেশটির বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এ তথ্য জানিয়েছেন।
বর্তমানে বৈশ্বিক অবস্থা মারাত্মক পর্যায়ে রয়েছে। বিশ্বের দুই জায়গায় যুদ্ধ চলছে। সংকট রয়েছে লোহিত সাগরেও।
একটি অনুষ্ঠানে যোগ দিয়ে গোয়েল বলেন, পণ্য ও সার্ভিসখাত ইতিবাচক রয়েছে। ফলে চলতি অর্থবছরে রপ্তানি ছাড়াতে পারে ৮০০ বিলিয়ন ডলার। ২০২৪ অর্থ বছরে রেকর্ড ৭৭৮ দশমিক ২ বিলিয়ন ডলারের রপ্তানি দেখেছিল ভারত।
মন্ত্রণালয়টি বিভিন্নখাতের জন্য সুনির্দিষ্ট রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণে কাজ করছে।
গোয়েল বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে সমস্যা থাকলে ভারতের প্রবৃদ্ধির যাত্রা সঠিক পথে রয়েছে। ভারতের আমদানি নির্ভরতা কমবে বলেও জানিয়েছেন তিনি।
মন্ত্রী বলেন, রাবার, চা, মশলা ও কফির উত্পাদন, মূল্য সংযোজন ও গুণমান কীভাবে উন্নত করা যায় সেদিকেও মনোযোগ দেওয়া হচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির বিষয়ে তিনি বলেন, আমরা আত্মবিশ্বাসী। খুব শিগগির এ ব্যাপারে অগ্রগতি হবে।
সূত্র: দ্য ইকোনমিক টাইমস
বিজনেস আওয়ার/৩০জুন/ হাসান