ঢাকা , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সকলের কাছে দোয়া চেয়েছেন রিজভী

  • পোস্ট হয়েছে : ১০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
  • 0

বিজনেস আওয়ার প্রতিবেদক: হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হওয়ার পর দলের নেতাকর্মীসহ সারাদেশের মানুষ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর জন্য দোয়া করেছেন। অনেকে হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিয়েছেন। সেজন্য সকলের প্রতি কৃতজ্ঞ তিনি। তিনি পুরোপুরি সুস্থ হয়ে অতি দ্রুত যেন জনগণের মাঝে ফিরে আসতে পারেন সেজন্য দোয়া চেয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) সাংবাদিকদের এমনটাই জানিয়ে রিজভীর স্বজনরা বলেন, রিজভীর শারীরিক অবস্থা অনেকটাই উন্নতির দিকে। দুই-এক দিনের মধ্যে হাসপাতাল থেকে রিলিজ পেতে পারেন তিনি। তবে তিন সপ্তাহ পর আবারো হাসপাতালে ভর্তি হয়ে পুনরায় এনজিওগ্রাম করতে হবে তাকে।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক দলের মানববন্ধন শেষ করে দলীয় কার্যালয়ে ফেরার পথে তার হার্ট অ্যাটাক হয়। প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ল্যাব এইড হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে তার এনজিওগ্রাম করা হয়।

ল্যাব এইড এর বিশেষজ্ঞ ডা. প্রফেসর সোহরাবুজ্জামান ও প্রফেসর আব্দুস জাহেদের নেতৃত্বে এনজিওগ্রাম করেন তিনি। তার হার্টে একটি ব্লক ধরা পরলেও সেটি ইনজেকশনের মাধ্যমে অপসারণ করা হয়েছে। কয়েক সপ্তাহ পর আবারো পরীক্ষা করতে হবে। তার চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজনেস আওয়ার/২৪ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সকলের কাছে দোয়া চেয়েছেন রিজভী

পোস্ট হয়েছে : ১০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক: হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হওয়ার পর দলের নেতাকর্মীসহ সারাদেশের মানুষ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর জন্য দোয়া করেছেন। অনেকে হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিয়েছেন। সেজন্য সকলের প্রতি কৃতজ্ঞ তিনি। তিনি পুরোপুরি সুস্থ হয়ে অতি দ্রুত যেন জনগণের মাঝে ফিরে আসতে পারেন সেজন্য দোয়া চেয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) সাংবাদিকদের এমনটাই জানিয়ে রিজভীর স্বজনরা বলেন, রিজভীর শারীরিক অবস্থা অনেকটাই উন্নতির দিকে। দুই-এক দিনের মধ্যে হাসপাতাল থেকে রিলিজ পেতে পারেন তিনি। তবে তিন সপ্তাহ পর আবারো হাসপাতালে ভর্তি হয়ে পুনরায় এনজিওগ্রাম করতে হবে তাকে।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক দলের মানববন্ধন শেষ করে দলীয় কার্যালয়ে ফেরার পথে তার হার্ট অ্যাটাক হয়। প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ল্যাব এইড হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে তার এনজিওগ্রাম করা হয়।

ল্যাব এইড এর বিশেষজ্ঞ ডা. প্রফেসর সোহরাবুজ্জামান ও প্রফেসর আব্দুস জাহেদের নেতৃত্বে এনজিওগ্রাম করেন তিনি। তার হার্টে একটি ব্লক ধরা পরলেও সেটি ইনজেকশনের মাধ্যমে অপসারণ করা হয়েছে। কয়েক সপ্তাহ পর আবারো পরীক্ষা করতে হবে। তার চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজনেস আওয়ার/২৪ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: