ঢাকা , সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

অভিনেত্রী স্মৃতি বিশ্বাসরেখা মারা গেছেন

  • পোস্ট হয়েছে : ০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
  • 27

বিনোদন ডেস্ক: চলে গেলেন ভারতের বর্ষীয়ান অভিনেত্রী স্মৃতিরেখা বিশ্বাস। গত ৩ জুলাই নাসিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে মহারাষ্ট্রেই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

স্মৃতিরেখা বিশ্বাস বাংলা ও হিন্দি সিনেমার ভুবনে স্মৃতি বিশ্বাস নারাং হিসেবে পরিচিতি। শৈশব থেকেই রূপালিপর্দার সঙ্গে তার যোগাযোগ তৈরি হয়। তিনি কাজ করেছেন গুরু দত্ত, ভি শান্তরাম, মৃণাল সেন, বিমল রায়, বিআর চোপড়া এবং রাজ কাপুরের মতো পরিচালকের সিনেমায়। পাশাপাশি উত্তমকুমার, বিশ্বজিৎ, কিশোরকুমার থেকে দেব আনন্দ পর্যন্ত বড় বড় নায়কের সঙ্গে পর্দায় তাকে দেখা গেছে।

অবিভক্ত বাংলার খুলনা জেলায় ১৯২৪ সালের ১৭ ফেব্রুয়ারি তার জন্ম। শিশুশিল্পী হিসেবে ত্রিশের দশকে তার আত্মপ্রকাশ। রূপালি পর্দায় কাজ করেছেন ষাটের দশক পর্যন্ত। ১৯৪৪ সালে ‘সন্ধ্যা’ সিনেমায় প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে তার কাজ শুরু। সেই বছরেই তিনি অভিনয় করেন বিমল রায়ের ‘উদয়ের পথে’ সিনেমায়।

১৯৫০ সালে উত্তম কুমার অভিনীত ‘মর্যাদা’ সিনেমাতেও অভিনয় করেন স্মৃতি। ১৯৫৯ সালে তাকে দেখা যায় ‘নীল আকাশের নীচে’ সিনেমায়। এটিই বাংলায় তার শেষ সিনেমা।

স্মৃতিরেখা বিশ্বাসের প্রথম হিন্দি সিনেমা ‘মডার্ন গার্ল’ ১৯৬১ সালে মুক্তি পায়। এরপর তাকে ‘নেক দিল’, ‘অপরাজিতা’র মতো সিনেমায় অভিনয় করতে দেখা গেছে। এ সময়ই তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন পরিচালক-প্রযোজক এসডি নারাংয়ের সঙ্গে। তাদের দুই পুত্র রাজীব ও সত্যজিৎ বর্তমান।

যদিও শেষ জীবন অত্যন্ত দারিদ্রের মধ্যে কাটিয়েছেন স্মৃতিরেখা বিশ্বাস। প্রায় ২৮ বছর আগে মুম্বাইয়ের বাসস্থান ছেড়ে তিনি উঠে আসেন নাসিকে। সেখানে বোনের সঙ্গে থাকতেন তিনি। এক কামরার একটি ছোট্ট ভাড়াবাড়িতেই এ অভিনেত্রী অনন্তের পথে পড়ি জমালেন।

বিজনেস আওয়ার/০৫জুলাই/রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

অভিনেত্রী স্মৃতি বিশ্বাসরেখা মারা গেছেন

পোস্ট হয়েছে : ০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪

বিনোদন ডেস্ক: চলে গেলেন ভারতের বর্ষীয়ান অভিনেত্রী স্মৃতিরেখা বিশ্বাস। গত ৩ জুলাই নাসিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে মহারাষ্ট্রেই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

স্মৃতিরেখা বিশ্বাস বাংলা ও হিন্দি সিনেমার ভুবনে স্মৃতি বিশ্বাস নারাং হিসেবে পরিচিতি। শৈশব থেকেই রূপালিপর্দার সঙ্গে তার যোগাযোগ তৈরি হয়। তিনি কাজ করেছেন গুরু দত্ত, ভি শান্তরাম, মৃণাল সেন, বিমল রায়, বিআর চোপড়া এবং রাজ কাপুরের মতো পরিচালকের সিনেমায়। পাশাপাশি উত্তমকুমার, বিশ্বজিৎ, কিশোরকুমার থেকে দেব আনন্দ পর্যন্ত বড় বড় নায়কের সঙ্গে পর্দায় তাকে দেখা গেছে।

অবিভক্ত বাংলার খুলনা জেলায় ১৯২৪ সালের ১৭ ফেব্রুয়ারি তার জন্ম। শিশুশিল্পী হিসেবে ত্রিশের দশকে তার আত্মপ্রকাশ। রূপালি পর্দায় কাজ করেছেন ষাটের দশক পর্যন্ত। ১৯৪৪ সালে ‘সন্ধ্যা’ সিনেমায় প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে তার কাজ শুরু। সেই বছরেই তিনি অভিনয় করেন বিমল রায়ের ‘উদয়ের পথে’ সিনেমায়।

১৯৫০ সালে উত্তম কুমার অভিনীত ‘মর্যাদা’ সিনেমাতেও অভিনয় করেন স্মৃতি। ১৯৫৯ সালে তাকে দেখা যায় ‘নীল আকাশের নীচে’ সিনেমায়। এটিই বাংলায় তার শেষ সিনেমা।

স্মৃতিরেখা বিশ্বাসের প্রথম হিন্দি সিনেমা ‘মডার্ন গার্ল’ ১৯৬১ সালে মুক্তি পায়। এরপর তাকে ‘নেক দিল’, ‘অপরাজিতা’র মতো সিনেমায় অভিনয় করতে দেখা গেছে। এ সময়ই তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন পরিচালক-প্রযোজক এসডি নারাংয়ের সঙ্গে। তাদের দুই পুত্র রাজীব ও সত্যজিৎ বর্তমান।

যদিও শেষ জীবন অত্যন্ত দারিদ্রের মধ্যে কাটিয়েছেন স্মৃতিরেখা বিশ্বাস। প্রায় ২৮ বছর আগে মুম্বাইয়ের বাসস্থান ছেড়ে তিনি উঠে আসেন নাসিকে। সেখানে বোনের সঙ্গে থাকতেন তিনি। এক কামরার একটি ছোট্ট ভাড়াবাড়িতেই এ অভিনেত্রী অনন্তের পথে পড়ি জমালেন।

বিজনেস আওয়ার/০৫জুলাই/রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: