ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আপসানা বেগমের কাছে শোচনীয় পরাজয় সাবেক স্বামী এহতেশামের

  • পোস্ট হয়েছে : ০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
  • 94

বিজনেস আওয়ার ডেস্ক: যুক্তরাজ্যের জাতীয় নির্বাচ‌নে বাংলাদেশি অধ্যুষিত পপলার অ্যান্ড লাইমহাউস আসনে জয়ী হয়েছেন লেবার পার্টির প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত আপসানা বেগম। অন্যদিকে, আপসানার কাছে বাজেভাবে পরাজিত হয়ছেন তার সাবেক স্বামী এহতেশামুল হক। এই নিয়ে টানা দ্বিতীয়বার এমপি নির্বাচিত হলেন এই রাজনীতিক।

যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের তথ্যানুযায়ী, আপসানা বেগম ১৮ হাজার ৫৩৫ ভোট পেয়েছেন। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৪ হাজার ৫৫৪ ভোট পেয়ে ওই আসনে চতুর্থ হয়েছেন তার সাবেক স্বামী এহতেশামুল হক। আর ৫ হাজার ৯৭৫ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন গ্রিন পার্টির নাথালি বেইনফিট। তাছাড়া ৪ হাজার ৭৩৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন কনজারভেটিভ পার্টির ফ্রেডি ডউনিং।

২০১৩ সা‌লে টাওয়ার হ‌্যাম‌লেটস কাউন্সিলের সা‌বেক কাউন্সিলর ম‌নির উদ্দীন আহমেদের মেয়ে আপসানা বেগম ও সা‌বেক কাউন্সিলর এহতেশামুল হ‌কের বি‌য়ে হয়। এহতেশামুল হক টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কাউন্সিলর ছিলেন। আপসানা জানান, ২০১৬ সালের মাঝামাঝি সময়ে তি‌নি এহ‌তেশামুল হকের কাছ থে‌কে আলাদা হ‌য়ে যান। পরে তাদের বি‌য়ে ও বি‌য়ে পরবর্তী বিভিন্ন বিষয় আদালত পর্যন্ত গড়ায়।

২০১৯ সালে আপসানা প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। ওই নির্বাচনে কনজারভেটিভ প্রার্থী শিউন ওককে প্রায় ২৯ হাজার ভোটে হারিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি। এমপি নির্বা‌চিত হওয়ার পর তিনি পা‌রিবা‌রিক স‌হিংসতা নির্যাতনবিষয়ক ব্রিটিশ সংস‌দের সর্বদলীয় সংসদীয় ক‌মি‌টির চেয়ার হিসে‌বেও দা‌য়িত্ব পালন ক‌রেন।

আপসানার জন্ম ও বেড়ে ওঠা টাওয়ার হ্যামলেটসে হলেও, তার পৈতৃক নিবাস বাংলাদেশের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে। আফসানার বাবা মনির উদ্দিন ছিলেন টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর।

যুক্তরাজ্যের এবারের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আপসানা বেগমের দল লেবার পার্টি। ব্রিটিশি সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, লেবার পার্টি ৩৩৩টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে, কনজারভেটিভ পার্টি পেয়েছে ৭১টি আসন। আর লিবারেল ডেমোক্র্যাটস পার্টি পেয়েছে ৪৬টি আসনে জয়।

সূত্র: জনমত, টাওয়ার হ্যামলেট কাউন্সিল

বিজনেস আওয়ার/০৫জুলাই/হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আপসানা বেগমের কাছে শোচনীয় পরাজয় সাবেক স্বামী এহতেশামের

পোস্ট হয়েছে : ০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪

বিজনেস আওয়ার ডেস্ক: যুক্তরাজ্যের জাতীয় নির্বাচ‌নে বাংলাদেশি অধ্যুষিত পপলার অ্যান্ড লাইমহাউস আসনে জয়ী হয়েছেন লেবার পার্টির প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত আপসানা বেগম। অন্যদিকে, আপসানার কাছে বাজেভাবে পরাজিত হয়ছেন তার সাবেক স্বামী এহতেশামুল হক। এই নিয়ে টানা দ্বিতীয়বার এমপি নির্বাচিত হলেন এই রাজনীতিক।

যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের তথ্যানুযায়ী, আপসানা বেগম ১৮ হাজার ৫৩৫ ভোট পেয়েছেন। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৪ হাজার ৫৫৪ ভোট পেয়ে ওই আসনে চতুর্থ হয়েছেন তার সাবেক স্বামী এহতেশামুল হক। আর ৫ হাজার ৯৭৫ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন গ্রিন পার্টির নাথালি বেইনফিট। তাছাড়া ৪ হাজার ৭৩৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন কনজারভেটিভ পার্টির ফ্রেডি ডউনিং।

২০১৩ সা‌লে টাওয়ার হ‌্যাম‌লেটস কাউন্সিলের সা‌বেক কাউন্সিলর ম‌নির উদ্দীন আহমেদের মেয়ে আপসানা বেগম ও সা‌বেক কাউন্সিলর এহতেশামুল হ‌কের বি‌য়ে হয়। এহতেশামুল হক টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কাউন্সিলর ছিলেন। আপসানা জানান, ২০১৬ সালের মাঝামাঝি সময়ে তি‌নি এহ‌তেশামুল হকের কাছ থে‌কে আলাদা হ‌য়ে যান। পরে তাদের বি‌য়ে ও বি‌য়ে পরবর্তী বিভিন্ন বিষয় আদালত পর্যন্ত গড়ায়।

২০১৯ সালে আপসানা প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। ওই নির্বাচনে কনজারভেটিভ প্রার্থী শিউন ওককে প্রায় ২৯ হাজার ভোটে হারিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি। এমপি নির্বা‌চিত হওয়ার পর তিনি পা‌রিবা‌রিক স‌হিংসতা নির্যাতনবিষয়ক ব্রিটিশ সংস‌দের সর্বদলীয় সংসদীয় ক‌মি‌টির চেয়ার হিসে‌বেও দা‌য়িত্ব পালন ক‌রেন।

আপসানার জন্ম ও বেড়ে ওঠা টাওয়ার হ্যামলেটসে হলেও, তার পৈতৃক নিবাস বাংলাদেশের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে। আফসানার বাবা মনির উদ্দিন ছিলেন টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর।

যুক্তরাজ্যের এবারের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আপসানা বেগমের দল লেবার পার্টি। ব্রিটিশি সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, লেবার পার্টি ৩৩৩টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে, কনজারভেটিভ পার্টি পেয়েছে ৭১টি আসন। আর লিবারেল ডেমোক্র্যাটস পার্টি পেয়েছে ৪৬টি আসনে জয়।

সূত্র: জনমত, টাওয়ার হ্যামলেট কাউন্সিল

বিজনেস আওয়ার/০৫জুলাই/হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: