স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সদ্য শেষ হওয়া আসরে চ্যাম্পিয়ন ভারত। গত ২৯ জুন শ্বাসরুদ্ধকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১৭ বছর পর চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া।
বিশ্বকাপ শেষ হওয়ার মাত্র এক সপ্তাহ ব্যবধানে জিম্বাবুয়ের মতো দুর্বল দলের বিপক্ষে খেলতে নেমেই হেরে গেল বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। অথচ এই জিম্বাবুয়ে উগান্ডার মতো আনকোড়া দলের বিপক্ষে হেরে বিশ্বকাপের বাছাইপর্ব থেকেই ছিটকে যায়।
যারা বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারলনা তারাই বিশ্বকাপ শেষ হওয়ার এক সপ্তাহ ব্যবধানে হারিয়ে দিল বিশ্ব চ্যাম্পিয়নদের।
আজ শনিবার জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে স্বাগতিকদের আগে ব্যাটিংয়ে পাঠায় ভারতী। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রবি বিষ্ণুর লেগ স্পিনে বিভ্রান্ত হয়ে ৯ উইকেট হারিয়ে ১১৫ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে।
১২০ বলে ১১৬ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে টেন্ডাই চাতারা ও সিকান্দার রাজার তোপের মুখে পড়ে মাত্র ২২ রানে প্রথম সারির ৪ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়া ভারত শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ১০২ রানে অলআউট হয়।
দলের চরম ব্যাটিং বিপর্যয়ে হাল ধরতে পারেননি ওপেনার অভিষেক শর্মা, ঋতুরাজ গায়কোয়াড়, রায়ান পরাগ, রিংকু সিং, দ্রুব জুরেলরা। অধিনায়ক শুভমান গিল ও পেস বোলিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ৩১ ও ২৭ রান করে করলেও দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি অন্য ব্যাটসম্যানরা। যে কারণে ১৩ রানে হেরে যায় ভারত।
বিজনেস আওয়ার/০৬ জুলাই/ রানা