আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে নৌবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে এর দুই পাইলট নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকাল ৫ টার দিকে দুই আসনবিশিষ্ট ওই বিমানটি আলাবামার একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।
দেশটির নৌবাহিনীর মুখপাত্র কমোডর জ্যাচেরি হ্যারেল জানান, প্রশিক্ষণ বিমানটি ফ্লোরিডার বিমানঘাঁটি থেকে উড্ডয়ণের ৯০ মিনিট পর আলাবামায় এসে বিধ্বস্ত হয়। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ও নৌবাহিনী যৌথভাবে বিমান দুর্ঘটনা তদন্ত করছে।
বিমানটি একটি বাড়ি ও বেশ কিছু গাড়ির ওপর বিধ্বস্ত হয়েছে। এতে ওই বাড়ি এবং আশেপাশের বেশ কিছু যানবাহনে আগুন ধরে যায়। এই দুর্ঘটনায় কোনো বেসামরিকের মৃত্যু হয়েছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ফোলের দমকল প্রধান জোয়ে ডার্বে এক বিবৃতিতে জানিয়েছেন দুর্ঘটনার পর পরই সেখানে ছুটে গেছে দমকল বাহিনী। তারা অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন। খবর সিএনএনের।
বিজনেস আওয়ার/২৪ অক্টোবর, ২০২০/এ