ঢাকা , রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রিশাদদের ছেড়ে চলে যাচ্ছেন মুশতাক

  • পোস্ট হয়েছে : ০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
  • 75

স্পোর্টস ডেস্ক: চলতি বছরের এপ্রিলে পাকিস্তানের সাবেক ক্রিকেটার মুশতাক আহমেদকে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ করেছিল বিসিবি। চুক্তিতে বলা হয়েছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টাইগার স্পিনারদের নিয়ে কাজ করবেন এই পাকিস্তানি।

চুক্তির শর্তানুযায়ী, বাংলাদেশের সঙ্গে থাকতে আর বাধ্য নন মুশতাক। তবে বোর্ড চেয়েছিল তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে। কারণ, মুশতাকের অধীনে থেকে বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছেন রিশাদ হোসেন। তবে নিজের কথায় অনড় মুশতাক। পাকিস্তানি এই কোচ আগেই কথা দিয়ে রেখেছিলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে (ইসিবি)।

নিজের কথা অনুযায়ী ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দায়িত্বে নিতে যাচ্ছেন মুশতাক। তার ইংলিশ যুব স্পিনারদের কোচ হওয়ার খবর নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যম ‘পাক প্যাশন ডট নেট’।

মুশতাক যে চলে যাবেন, সেটি আগে থেকেই জানতো বিসিবি। বোর্ডের পক্ষ থেকে মুশতাককে থাকার প্রস্তাবও দেওয়া হয়েছিল, সেটি নিশ্চিত হওয়া গেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথাতেই।

গত ২ জুলাই বিশ্বকাপ শেষের বিসিবির বোর্ড সভায় পাপন বলেছিলেন, ‘মুশতাকের সাথে আমরা চুক্তি বাড়াতে প্রস্তুত। অন্যদিকে আমরা নতুন অপশনও খুঁজছি। দেখা যাক, কী কী অপশন আছে।’

শেষপর্যন্ত মুশতাককে ধরে রাখতে পারেনি বিসিবি। পাকিস্তানি এই কোচ শ্রীলঙ্কার বিপক্ষে চারদিনের ম্যাচ দিয়ে ইংলিশ যুব দলের দায়িত্ব নেবেন।

বিজনেস আওয়ার/০৮জুলাই/রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রিশাদদের ছেড়ে চলে যাচ্ছেন মুশতাক

পোস্ট হয়েছে : ০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪

স্পোর্টস ডেস্ক: চলতি বছরের এপ্রিলে পাকিস্তানের সাবেক ক্রিকেটার মুশতাক আহমেদকে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ করেছিল বিসিবি। চুক্তিতে বলা হয়েছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টাইগার স্পিনারদের নিয়ে কাজ করবেন এই পাকিস্তানি।

চুক্তির শর্তানুযায়ী, বাংলাদেশের সঙ্গে থাকতে আর বাধ্য নন মুশতাক। তবে বোর্ড চেয়েছিল তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে। কারণ, মুশতাকের অধীনে থেকে বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছেন রিশাদ হোসেন। তবে নিজের কথায় অনড় মুশতাক। পাকিস্তানি এই কোচ আগেই কথা দিয়ে রেখেছিলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে (ইসিবি)।

নিজের কথা অনুযায়ী ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দায়িত্বে নিতে যাচ্ছেন মুশতাক। তার ইংলিশ যুব স্পিনারদের কোচ হওয়ার খবর নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যম ‘পাক প্যাশন ডট নেট’।

মুশতাক যে চলে যাবেন, সেটি আগে থেকেই জানতো বিসিবি। বোর্ডের পক্ষ থেকে মুশতাককে থাকার প্রস্তাবও দেওয়া হয়েছিল, সেটি নিশ্চিত হওয়া গেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথাতেই।

গত ২ জুলাই বিশ্বকাপ শেষের বিসিবির বোর্ড সভায় পাপন বলেছিলেন, ‘মুশতাকের সাথে আমরা চুক্তি বাড়াতে প্রস্তুত। অন্যদিকে আমরা নতুন অপশনও খুঁজছি। দেখা যাক, কী কী অপশন আছে।’

শেষপর্যন্ত মুশতাককে ধরে রাখতে পারেনি বিসিবি। পাকিস্তানি এই কোচ শ্রীলঙ্কার বিপক্ষে চারদিনের ম্যাচ দিয়ে ইংলিশ যুব দলের দায়িত্ব নেবেন।

বিজনেস আওয়ার/০৮জুলাই/রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: