বিজনেস আওয়ার ডেস্ক: বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরামের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। পরে একটি ফেসবুক লাইভ ব্রিফিংয়ের আয়োজন করে সংগঠনটি। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বনানীতে একটি রেস্তোঁরায় এ সভা অনুষ্টিত হয়। ফোরাম থেকে আগামী (৩১ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর উত্তরায় একটি মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে।
সভায় প্যারেন্টস ফোরামের সভাপতিউ জনাব একেএম আশরাফুল হক ও সাধারণ সম্পাদক জনাব এ জেড এম সালাহউদ্দিন উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মো: ইঞ্জিনিয়ার মো: সেলিম আক্তার খান (উপদেষ্টা), মুঞ্জুর সাকলাইন (সহ সভাপতি), জনাব এমএন আমিন (সহ সভাপতি), মোঃ মিনহাজ শফিল (যুগ্ম সম্পাদক) মোঃ ফয়সাল তোহা (যুগ্ম সম্পাদক), জনাব আনিসুর রহমান (সাংগঠনিক সম্পাদক), উজ্জল ডাকুয়া (কোষাধ্যক্ষ), জনাব মোস্তাফিজুর রহমান (আইটি সেক্রেটারি) এবং অন্যান্য ইসি সদস্যরা (মাসুম আলী খান, বজলুল করিম ও তারিকুল) বৈঠকে যোগ দেন।
সভা থেকে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরাম দেশের সকল ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদের পিতামাতার পক্ষে ৩ দফা দাবি উপস্থাপন করেছে। দাবি গুলো হ’ল:
১. মহামারী করোনার সময় (এ বিভাগ ৬০%, বি বিভাগ ৪০% এবং সি বিভাগ ৩০%) টিউশন ফি হ্রাস করা।
২. করোনাকালে টিউশন ফি প্রদান না করতে পারলে সকল শিক্ষার্থীর জন্য অনলাইন অ্যাক্সেস ও ভর্তি বাতিল বন্ধ করা।
৩. গেজেট ২০১৩ অনুসারে স্কুল পরিচালনা কমিটিতে অভিভাবকদের কাছ থেকে দুটি (২) নির্বাচনী প্রতিনিধি রাখা।
বিজনেস আওয়ার/২৪ অক্টোবর, ২০২০/এ