ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

স্পেন অধিনায়ক মোরাতার নতুন ঠিকানা মিলান!

  • পোস্ট হয়েছে : ০৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
  • 89

স্পোর্টস ডেস্ক: সবকিছু ঠিক থাকলে নতুন মৌসুমে এসি মিলানের জার্সিতে দেখা যাবে স্পেন অধিনায়ক আলভারো মোরাতাকে। ইতালির জায়ান্টরা অ্যাটলেটিকো মাদ্রিদের অভিজ্ঞ স্ট্রাইকারকে দলে সই করার জন্য অনেকটা এগিয়ে গেছে। এমন খবর দিয়েছে ইতালিয়ান স্কাই স্পোর্ট।

গনমাধ্যমটির খবর, ইতালিয়ান ক্লাবটি স্পেন অধিনায়কের শর্তে সম্মত হয়েছে। মোরাতা সান সিরোতে অলিভিয়ের জিরুর স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাব্য প্রার্থীদের একজন এবং সে তালিকায় সবার ওপরে আছেন। ফরাসি স্ট্রাইকার জিরু মিলান ছেড়ে দিয়ে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রের ফুটবলে।

মোরাতা বর্তমানে ইউরো চ্যাম্পিয়নশিপ খেলতে জার্মানি রয়েছেন। তার নেতৃত্বে স্পেন মঙ্গলবার সেমিফাইনাল খেলবে ফ্রান্সের বিপক্ষে।

২০১৪ সালে জুভেন্টাসের জার্সিতে ইতালিয়াল ফুটবলে অভিষেক হয়েছিল মোরাতার। মাঝে লা লিগা ও প্রিমিয়ার লিগে (চেলসি) কাটিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ধারে ফেরেন জুভেন্টাসে। ভিন্ন ভিন্ন মেয়াদে জুভেন্টাসের জার্সিতে ৩৫ গোল করেছেন ৩১ বছর বয়সী এই তারকা স্ট্রাইকার।

মোরাতা ২০১৪ সাল থেকে খেলছেন স্পেন জাতীয় দলে। ৭৮ ম্যাচ খেলে গোল করেছেন ৩৬টি। নাটকীয় কিছু না ঘটলে ইতালি লিগেই থাকছেন মোরাতা। জুভেন্টাসে ধারে খেলা এই স্ট্রাইকার প্রথমবারের মতো খেলবেন মিলানের জার্সিতে।

বিজনেস আওয়ার/০৮জুলাই/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

স্পেন অধিনায়ক মোরাতার নতুন ঠিকানা মিলান!

পোস্ট হয়েছে : ০৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪

স্পোর্টস ডেস্ক: সবকিছু ঠিক থাকলে নতুন মৌসুমে এসি মিলানের জার্সিতে দেখা যাবে স্পেন অধিনায়ক আলভারো মোরাতাকে। ইতালির জায়ান্টরা অ্যাটলেটিকো মাদ্রিদের অভিজ্ঞ স্ট্রাইকারকে দলে সই করার জন্য অনেকটা এগিয়ে গেছে। এমন খবর দিয়েছে ইতালিয়ান স্কাই স্পোর্ট।

গনমাধ্যমটির খবর, ইতালিয়ান ক্লাবটি স্পেন অধিনায়কের শর্তে সম্মত হয়েছে। মোরাতা সান সিরোতে অলিভিয়ের জিরুর স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাব্য প্রার্থীদের একজন এবং সে তালিকায় সবার ওপরে আছেন। ফরাসি স্ট্রাইকার জিরু মিলান ছেড়ে দিয়ে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রের ফুটবলে।

মোরাতা বর্তমানে ইউরো চ্যাম্পিয়নশিপ খেলতে জার্মানি রয়েছেন। তার নেতৃত্বে স্পেন মঙ্গলবার সেমিফাইনাল খেলবে ফ্রান্সের বিপক্ষে।

২০১৪ সালে জুভেন্টাসের জার্সিতে ইতালিয়াল ফুটবলে অভিষেক হয়েছিল মোরাতার। মাঝে লা লিগা ও প্রিমিয়ার লিগে (চেলসি) কাটিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ধারে ফেরেন জুভেন্টাসে। ভিন্ন ভিন্ন মেয়াদে জুভেন্টাসের জার্সিতে ৩৫ গোল করেছেন ৩১ বছর বয়সী এই তারকা স্ট্রাইকার।

মোরাতা ২০১৪ সাল থেকে খেলছেন স্পেন জাতীয় দলে। ৭৮ ম্যাচ খেলে গোল করেছেন ৩৬টি। নাটকীয় কিছু না ঘটলে ইতালি লিগেই থাকছেন মোরাতা। জুভেন্টাসে ধারে খেলা এই স্ট্রাইকার প্রথমবারের মতো খেলবেন মিলানের জার্সিতে।

বিজনেস আওয়ার/০৮জুলাই/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: