স্পোর্টস ডেস্ক: সুইজারল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ের খেলা ১-১ এ সমতায় থাকার পর টাইব্রেকারে পাঁচটি পেনাল্টির ভেতর শতভাগ গোল করে সেমিতে ওঠে ইংল্যান্ড।
চলতি ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া ফোডেন অনেকটাই নিশ্চিত ছিলেন, টাইব্রেকারে তিনি পেনাল্টি নেবেন। কিন্তু কোচ গ্যারেথ সাউথগেট তাকে তুলে নিয়ে আলেক্সান্ডার আর্নল্ডকে নামান। তবে এটাতে তেমন কিছু মনে করেননি বলে জানালেন ম্যান সিটির এই তারকা।
সদ্যই তৃতীয় সন্তানের বাবা হওয়া ফোডেন টক স্পোর্টসকে জানান, ‘আমি যদি মাঠে থাকতাম, তাহলে আমি একটি পেনাল্টি নিতাম। কিন্তু আমার মনে হয় অন্য যারা মাঠে ছিল, তারা প্রতিনিয়ত তাদের ক্লাবের হয়ে পেনাল্টি নিয়ে আসছে। তাই এটা বলার অপেক্ষা রাখে না, কেন তারা মাঠে ছিল।’
পেনাল্টিতে কোল পালমার, জুড বেলিংহ্যাম, বাকায়ো সাকা, আইভান টনি, আলেক্সান্ডার আর্নল্ড পেনাল্টি নিয়ে সবগুলোতেই গোল করেন। ফোডেন বলেন, ‘আমার মনে হয় গ্যারেথ দলের সেরা পেনাল্টি টেকারদেরই মাঠে রেখেছেন। আমি খুব খুশি, কারণ সে দলের জন্যেই এটা করেছে।’
চলতি বছরের এপ্রিলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে টাইব্রেকারে পেনাল্টি নিয়ে গোল করেছিলেন ফোডেন। তিনি বলেন, ‘আমার কাছে এটা আত্মবিশ্বাসের ব্যাপার। যদি আপনি বিশ্বাস রাখেন যে গোল দিতে পারবেন, তাহলে অবশ্যই পেনাল্টি নেওয়া উচিত। আমি আগেও বলেছি, আমি এটাতে কিছু মনে করিনি। তারা সম্ভবত আমার থেকে ভালো পেনাল্টি টেকার, এজন্যই মাঠে ছিল। সত্যি কথা বলতে আমি তাদের দেখে চিন্তিত ছিলাম। যখন আপনি মাঠে থাকবেন না, তখন আপনার মতই আমি অনেক কিছু চিন্তা করেছি।’
বিজনেস আওয়ার/০৯জুলাই/ রানা