ঢাকা , রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলঙ্কা দলের নেতৃত্ব ছাড়লেন হাসারাঙ্গা

  • পোস্ট হয়েছে : ১১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
  • 53

স্পোর্টস ডেস্ক: দায়িত্ব পাওয়ার ছয় মাস যেতে না যেতেই অধিনায়কত্ব ছাড়লেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ভারতের বিপক্ষে হোম সিরিজের আগে শ্রীলঙ্কার নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন এই অলরাউন্ডার।

ঠিক কী কারণে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়কের পদ ছেড়েছেন হাসারাঙ্গা, তা সুনির্দিষ্ট করে বলা হয়নি। তবে বিজ্ঞপ্তিতে শুধু এটুকু বলা হয়েছে যে, শ্রীলঙ্কা ক্রিকেটের স্বার্থেই সরে দাঁড়িয়েছেন হাসারাঙ্গা।

উল্লেখ্য, হাসারাঙ্গার নেতৃত্বে শ্রীলঙ্কা গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির মুখে পড়ে। সুপার এইটে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। তারা বিদায় নেয় গ্রুপ লিগ থেকে।

ডি-গ্রুপে একমাত্র নেদারল্যান্ডসকে হারায় শ্রীলঙ্কা। তারা হেরে যায় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার কাছে। যদিও নেপালের বিরুদ্ধে শ্রীলঙ্কার গ্রুপ ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। তবে সেই ম্যাচ জিতলেও শ্রীলঙ্কার পক্ষে সুপার এইটে যাওয়া সম্ভব হতো না।

সার্বিকভাবে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি ক্যাপ্টেন হিসেবে হাসারাঙ্গার রেকর্ড নিতান্ত মন্দ নয়। তার নেতৃত্বে শ্রীলঙ্কা ১০টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ৬টিতে জেতে। তাই মনে করা হচ্ছে, মূলত বিশ্বকাপ ব্যর্থতার কারণেই নেতৃত্ব ছেড়েছেন তিনি।

হাসারাঙ্গার পদত্যাগপত্র গ্রহণ করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি জাতীয় দলে ক্রিকেটার হিসেবে নিজের ভূমিকা ধরে রাখবেন। ওয়ানিন্দু সরে দাঁড়ানোয় ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নতুন নেতা বেছে নিতে হবে শ্রীলঙ্কাকে। শোনা যাচ্ছে, নতুন অধিনায়ক হতে পারেন চারিথ আসালঙ্কা।

বিজনেস আওয়ার/ ১২ জুলাই / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শ্রীলঙ্কা দলের নেতৃত্ব ছাড়লেন হাসারাঙ্গা

পোস্ট হয়েছে : ১১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪

স্পোর্টস ডেস্ক: দায়িত্ব পাওয়ার ছয় মাস যেতে না যেতেই অধিনায়কত্ব ছাড়লেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ভারতের বিপক্ষে হোম সিরিজের আগে শ্রীলঙ্কার নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন এই অলরাউন্ডার।

ঠিক কী কারণে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়কের পদ ছেড়েছেন হাসারাঙ্গা, তা সুনির্দিষ্ট করে বলা হয়নি। তবে বিজ্ঞপ্তিতে শুধু এটুকু বলা হয়েছে যে, শ্রীলঙ্কা ক্রিকেটের স্বার্থেই সরে দাঁড়িয়েছেন হাসারাঙ্গা।

উল্লেখ্য, হাসারাঙ্গার নেতৃত্বে শ্রীলঙ্কা গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির মুখে পড়ে। সুপার এইটে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। তারা বিদায় নেয় গ্রুপ লিগ থেকে।

ডি-গ্রুপে একমাত্র নেদারল্যান্ডসকে হারায় শ্রীলঙ্কা। তারা হেরে যায় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার কাছে। যদিও নেপালের বিরুদ্ধে শ্রীলঙ্কার গ্রুপ ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। তবে সেই ম্যাচ জিতলেও শ্রীলঙ্কার পক্ষে সুপার এইটে যাওয়া সম্ভব হতো না।

সার্বিকভাবে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি ক্যাপ্টেন হিসেবে হাসারাঙ্গার রেকর্ড নিতান্ত মন্দ নয়। তার নেতৃত্বে শ্রীলঙ্কা ১০টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ৬টিতে জেতে। তাই মনে করা হচ্ছে, মূলত বিশ্বকাপ ব্যর্থতার কারণেই নেতৃত্ব ছেড়েছেন তিনি।

হাসারাঙ্গার পদত্যাগপত্র গ্রহণ করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি জাতীয় দলে ক্রিকেটার হিসেবে নিজের ভূমিকা ধরে রাখবেন। ওয়ানিন্দু সরে দাঁড়ানোয় ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নতুন নেতা বেছে নিতে হবে শ্রীলঙ্কাকে। শোনা যাচ্ছে, নতুন অধিনায়ক হতে পারেন চারিথ আসালঙ্কা।

বিজনেস আওয়ার/ ১২ জুলাই / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: