ঢাকা , রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

টিম ম্যানেজমেন্টকে কাঠগড়ায় দাঁড় করালেন স্টার্ক

  • পোস্ট হয়েছে : ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
  • 51

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের মতো এবার প্রকাশ্যে এলো অস্ট্রেলিয়া দলে অন্তর্কোন্দলের চিত্র! বিশ্বকাপ ব্যর্থতায় টিম ম্যানেজমেন্টকে কাঠগড়ায় দাঁড় করালেন দলটির তারকা পেসার মিচেল স্টার্ক।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে হেরে সুপার-৮ পর্ব থেকে বাদ পড়ায় অসন্তোষ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার স্টার্ক। তাকে একাদশে না রেখে স্পিনার অ্যাস্টন অ্যাগারকে খেলানোর সিদ্ধান্ত ভুল ছিল, মনে করেন স্টার্ক।

সিডনি মর্নিং হেরাল্ডকে তিনি বলেছেন, ‘টিম ম্যানেজমেন্ট অ্যাস্টন অ্যাগারের ওপর আস্থা রেখেছিল কারণ শেষ ম্যাচে স্পিনাররা ওই মাঠে খেলছিল। তাই অ্যাগারকে সুযোগ দেওয়া হয়েছিল। পাওয়ারপ্লেতে দারুণ বোলিং করেছেন অ্যাস্টন। তবে আফগানিস্তান খুব ভালো স্পিন খেলেছে এবং সম্ভবত আমাদের চেয়ে পরিস্থিতি ভালোভাবে মূল্যায়ন করেছে। আমরা কিছু ভুল করেছি এবং এর ফল ভোগ করতে হয়েছে।’

স্টার্ক এই আইসিসি টুর্নামেন্টের সময়সূচি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘গ্রুপপর্বে আমরা ইংল্যান্ডের চেয়ে এগিয়ে ছিলাম এবং হঠাৎ আলাদা গ্রুপে চলে এসেছি। আমরা দিবা-রাত্রির দুটি ম্যাচ পেয়েছি এবং তৃতীয় ম্যাচটি ছিল দিনের। আমরা ভালো প্রস্তুতি নিতে পারিনি। আমাদের ফ্লাইট বিলম্বিত হয়েছিল এবং হোটেলটি বিমানবন্দর থেকে দেড় ঘণ্টা দূরে ছিল। পরদিন সকালে খেলা হওয়ার কথা ছিল।’

বিজনেস আওয়ার/ ১২ জুলাই / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

টিম ম্যানেজমেন্টকে কাঠগড়ায় দাঁড় করালেন স্টার্ক

পোস্ট হয়েছে : ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের মতো এবার প্রকাশ্যে এলো অস্ট্রেলিয়া দলে অন্তর্কোন্দলের চিত্র! বিশ্বকাপ ব্যর্থতায় টিম ম্যানেজমেন্টকে কাঠগড়ায় দাঁড় করালেন দলটির তারকা পেসার মিচেল স্টার্ক।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে হেরে সুপার-৮ পর্ব থেকে বাদ পড়ায় অসন্তোষ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার স্টার্ক। তাকে একাদশে না রেখে স্পিনার অ্যাস্টন অ্যাগারকে খেলানোর সিদ্ধান্ত ভুল ছিল, মনে করেন স্টার্ক।

সিডনি মর্নিং হেরাল্ডকে তিনি বলেছেন, ‘টিম ম্যানেজমেন্ট অ্যাস্টন অ্যাগারের ওপর আস্থা রেখেছিল কারণ শেষ ম্যাচে স্পিনাররা ওই মাঠে খেলছিল। তাই অ্যাগারকে সুযোগ দেওয়া হয়েছিল। পাওয়ারপ্লেতে দারুণ বোলিং করেছেন অ্যাস্টন। তবে আফগানিস্তান খুব ভালো স্পিন খেলেছে এবং সম্ভবত আমাদের চেয়ে পরিস্থিতি ভালোভাবে মূল্যায়ন করেছে। আমরা কিছু ভুল করেছি এবং এর ফল ভোগ করতে হয়েছে।’

স্টার্ক এই আইসিসি টুর্নামেন্টের সময়সূচি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘গ্রুপপর্বে আমরা ইংল্যান্ডের চেয়ে এগিয়ে ছিলাম এবং হঠাৎ আলাদা গ্রুপে চলে এসেছি। আমরা দিবা-রাত্রির দুটি ম্যাচ পেয়েছি এবং তৃতীয় ম্যাচটি ছিল দিনের। আমরা ভালো প্রস্তুতি নিতে পারিনি। আমাদের ফ্লাইট বিলম্বিত হয়েছিল এবং হোটেলটি বিমানবন্দর থেকে দেড় ঘণ্টা দূরে ছিল। পরদিন সকালে খেলা হওয়ার কথা ছিল।’

বিজনেস আওয়ার/ ১২ জুলাই / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: