ঢাকা , রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ইনডোর স্টেডিয়ামে এবার টেস্ট আয়োজন করতে চায় অস্ট্রেলিয়া

  • পোস্ট হয়েছে : ০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
  • 42

স্পোর্টস ডেস্ক: তাসমানিয়াতে ইনডোর টেস্ট আয়োজন করতে চায় অস্ট্রেলিয়া। তাই তারা হোবার্টে একটি প্রস্তাবিত ইনডোর ক্রিকেট স্টেডিয়ামে লাল বলের খেলা আয়োজনের চেষ্টা করছে।

তাসমানিয়ার ফুটবল দল ‘তাসমানিয়া ডেভিলস’ ২০২৮ সাল থেকে অস্ট্রেলিয়ান ফুটবল লিগে (এএফএল) প্রবেশ করবে এবং এর জন্য সেখানকার সরকার ২৩ হাজার আসন বিশিষ্ট একটি মাল্টি-স্পোর্টস স্টেডিয়াম তৈরি করতে চায়, যেখানে ফুটবলের পাশাপাশি ক্রিকেটও খেলা যাবে।

এর আগে ইনডোর স্টেডিয়ামে টি-টোয়েন্টি বা ওয়ানডে খেলা হলেও কখনও টেস্ট ম্যাচ খেলা হয়নি। সেটাই এবার আয়োজন করতে চায় তারা।

স্টেডিয়ামটি তৈরি করছে ম্যাকরি পয়েন্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন। সেন তাসির-এর সঙ্গে কথা বলার সময় প্রতিষ্ঠানটির সিইও অ্যান বিচ বলেন, ‘আমরা লাল বলের ক্রিকেট আয়োজনের দিকে মনোনিবেশ করছি। চ্যালেঞ্জ হলো আমাদের স্টেডিয়ামের চাহিদা মেটাতে হবে। আইসিসি দ্বারা প্রদত্ত বিবরণ এবং নকশায় আমাদের ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ক্রিকেট তাসমানিয়ার সঙ্গে ক্রমাগত কাজ করতে হবে। এই স্টেডিয়াম তৈরি না হওয়া পর্যন্ত আমরা স্বীকৃতি পাব না। আমরা ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে ক্রমাগত ওয়ার্কশপ পরিচালনা করছি যাতে ডিজাইন অনুযায়ী স্টেডিয়াম তৈরি করা যায়। আমাদের এখানে শুধু লাল বলের ক্রিকেট খেলতে হবে।’

ম্যাকরি পয়েন্টের এই স্টেডিয়ামের নকশা এই সপ্তাহের শুরুতে প্রকাশ করা হয়েছিল। ছাদ নির্মাণে বল-ট্র্যাকিং ডেটাও ব্যবহার করা হচ্ছে, যাতে ছাদ ক্রিকেট খেলার জন্য যথেষ্ট উঁচু হয়।

কক্স আর্কিটেকচারের সিইও অ্যালিস্টার রিচার্ডসন বলেছেন, ‘ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের ক্ষেত্রে সবচেয়ে বড় উদ্বেগ স্টেডিয়ামের উচ্চতা। মেলবোর্নের ইনডোর মার্ভেল স্টেডিয়াম নির্মাণের ক্ষেত্রেও একই উদ্বেগ ছিল, যেখানে বল ছাদ স্পর্শ করতে পারে। তাই বলটি সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাবে, তা অনুমান করতে আমরা হক-আই এবং বল-ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করেছি। এটা যেমন চ্যালেঞ্জিং, তেমনি মজারও। আমরা ছাদের উচ্চতা ৫০ মিটারে উন্নীত করতে পেরে খুশি। কারণ এখনও পর্যন্ত ৫০ মিটারের বেশি উচ্চতায় বল মারার কোনও ঘটনা ঘটেনি।’

মার্ভেল স্টেডিয়াম ২০০০-এর দশকে ইনডোর ওয়ানডে ম্যাচ আয়োজন করেছিল, এরপর বিগব্যাশ লিগের ম্যাচগুলো। কিন্তু টেস্ট ম্যাচে কখনও বন্ধ ছাদের নিচে খেলা হয়নি।

বিজনেস আওয়ার/ ১২ জুলাই / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ইনডোর স্টেডিয়ামে এবার টেস্ট আয়োজন করতে চায় অস্ট্রেলিয়া

পোস্ট হয়েছে : ০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪

স্পোর্টস ডেস্ক: তাসমানিয়াতে ইনডোর টেস্ট আয়োজন করতে চায় অস্ট্রেলিয়া। তাই তারা হোবার্টে একটি প্রস্তাবিত ইনডোর ক্রিকেট স্টেডিয়ামে লাল বলের খেলা আয়োজনের চেষ্টা করছে।

তাসমানিয়ার ফুটবল দল ‘তাসমানিয়া ডেভিলস’ ২০২৮ সাল থেকে অস্ট্রেলিয়ান ফুটবল লিগে (এএফএল) প্রবেশ করবে এবং এর জন্য সেখানকার সরকার ২৩ হাজার আসন বিশিষ্ট একটি মাল্টি-স্পোর্টস স্টেডিয়াম তৈরি করতে চায়, যেখানে ফুটবলের পাশাপাশি ক্রিকেটও খেলা যাবে।

এর আগে ইনডোর স্টেডিয়ামে টি-টোয়েন্টি বা ওয়ানডে খেলা হলেও কখনও টেস্ট ম্যাচ খেলা হয়নি। সেটাই এবার আয়োজন করতে চায় তারা।

স্টেডিয়ামটি তৈরি করছে ম্যাকরি পয়েন্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন। সেন তাসির-এর সঙ্গে কথা বলার সময় প্রতিষ্ঠানটির সিইও অ্যান বিচ বলেন, ‘আমরা লাল বলের ক্রিকেট আয়োজনের দিকে মনোনিবেশ করছি। চ্যালেঞ্জ হলো আমাদের স্টেডিয়ামের চাহিদা মেটাতে হবে। আইসিসি দ্বারা প্রদত্ত বিবরণ এবং নকশায় আমাদের ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ক্রিকেট তাসমানিয়ার সঙ্গে ক্রমাগত কাজ করতে হবে। এই স্টেডিয়াম তৈরি না হওয়া পর্যন্ত আমরা স্বীকৃতি পাব না। আমরা ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে ক্রমাগত ওয়ার্কশপ পরিচালনা করছি যাতে ডিজাইন অনুযায়ী স্টেডিয়াম তৈরি করা যায়। আমাদের এখানে শুধু লাল বলের ক্রিকেট খেলতে হবে।’

ম্যাকরি পয়েন্টের এই স্টেডিয়ামের নকশা এই সপ্তাহের শুরুতে প্রকাশ করা হয়েছিল। ছাদ নির্মাণে বল-ট্র্যাকিং ডেটাও ব্যবহার করা হচ্ছে, যাতে ছাদ ক্রিকেট খেলার জন্য যথেষ্ট উঁচু হয়।

কক্স আর্কিটেকচারের সিইও অ্যালিস্টার রিচার্ডসন বলেছেন, ‘ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের ক্ষেত্রে সবচেয়ে বড় উদ্বেগ স্টেডিয়ামের উচ্চতা। মেলবোর্নের ইনডোর মার্ভেল স্টেডিয়াম নির্মাণের ক্ষেত্রেও একই উদ্বেগ ছিল, যেখানে বল ছাদ স্পর্শ করতে পারে। তাই বলটি সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাবে, তা অনুমান করতে আমরা হক-আই এবং বল-ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করেছি। এটা যেমন চ্যালেঞ্জিং, তেমনি মজারও। আমরা ছাদের উচ্চতা ৫০ মিটারে উন্নীত করতে পেরে খুশি। কারণ এখনও পর্যন্ত ৫০ মিটারের বেশি উচ্চতায় বল মারার কোনও ঘটনা ঘটেনি।’

মার্ভেল স্টেডিয়াম ২০০০-এর দশকে ইনডোর ওয়ানডে ম্যাচ আয়োজন করেছিল, এরপর বিগব্যাশ লিগের ম্যাচগুলো। কিন্তু টেস্ট ম্যাচে কখনও বন্ধ ছাদের নিচে খেলা হয়নি।

বিজনেস আওয়ার/ ১২ জুলাই / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: