ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নলোর বিপক্ষে ১৩-০ গোলে জিতেছে আয়াক্স

  • পোস্ট হয়েছে : ১০:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
  • 42

স্পোর্টস ডেস্ক: ঘরোয়া লিগে ইতিহাস গড়ল আয়াক্স আমস্টারডাম। ভিভিভি ভেনলোর বিপক্ষে ১৩-০ গোলে জিতেছে দলটি। বলার অপেক্ষা রাখে না, ডাচ লিগের ইতিহাসে এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয়। দলের হয়ে একাই ৫ গোল করেছেন রকিনা ফাসোর ১৯ বছর বয়সী ফরোয়ার্ড লাসিনা ট্রাওর।

জোড়া গোল করে ছেন জার্গেন একেলেনক্যাম্প ও ক্লাস ইয়ান হান্টেলার। এছাড়া একবার করে স্কোরশিটে নাম তুলেছেন ডুসান টাডিচ, অ্যান্টনি, ড্যালে ব্লাইন্ড ও লিসান্দ্রো মার্টিনেজ।

ম্যাচের ১২ মিনিটের সময় গোল উৎসবের শুরুটা করেন মিডফিল্ডার একেলেনক্যাম্প। এর পাঁচ মিনিট পর অ্যান্টনির এসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন লাসিনা। ৩২ মিনিটের নিজের দ্বিতীয় ও ম্যাচের তৃতীয় গোল করেন লাসিনা। প্রথমার্ধ শেষ হওয়ার মিনিটখানেক আগে হালি পূরণ ডুসান টাডিচ।

প্রথমার্ধে এই চার গোলই দিতে পেরেছিল আয়াক্স। ম্যাচের ৫৪ থেকে ৫৯- এই কয় মিনিটেই আরও চারটি গোল করে আয়াক্স। প্রথমে ৫৪ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন লাসিনা। ম্যাচের ৫৫ মিনিটের সময় গোল করেন অ্যান্টনি। দুই মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি করেন এ উৎসবের সূচনা করা একেলেনক্যাম্প।

ম্যাচের ৫৯ মিনিটে দুই হালি পূরণ করা গোলটি করেন ড্যালে ব্লাইন্ড। এখানেই শেষ হয়নি আয়াক্সের তাণ্ডব, ৬৫ মিনিটের সময় ডাবল হ্যাটট্রিক পূরণ করেন লাসিনা। এরপর প্রায় দশ মিনিট কোনো গোল হয়নি। ঝটিকা আক্রমণে ৭৪ ও ৭৬ মিনিটে জোড়া গোল করে ফেলেন ক্লাস ইয়ান হান্টেলার।

হান্টেলারের জোড়া গোলের দুই মিনিট পর স্কোরশিটে নাম তোলেন লিসান্দ্রো মার্টিনেজ, ভিভিভির জালে পূরণ হয় এক হালি গোল।
ম্যাচের ৮৭ মিনিটের নিজের পঞ্চম ও দলের ১৩তম গোলের মাধ্যমে ভিভিভির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন লাসিনা ট্রাওর।

বিজনেস আওয়ার/২৫ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নলোর বিপক্ষে ১৩-০ গোলে জিতেছে আয়াক্স

পোস্ট হয়েছে : ১০:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০

স্পোর্টস ডেস্ক: ঘরোয়া লিগে ইতিহাস গড়ল আয়াক্স আমস্টারডাম। ভিভিভি ভেনলোর বিপক্ষে ১৩-০ গোলে জিতেছে দলটি। বলার অপেক্ষা রাখে না, ডাচ লিগের ইতিহাসে এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয়। দলের হয়ে একাই ৫ গোল করেছেন রকিনা ফাসোর ১৯ বছর বয়সী ফরোয়ার্ড লাসিনা ট্রাওর।

জোড়া গোল করে ছেন জার্গেন একেলেনক্যাম্প ও ক্লাস ইয়ান হান্টেলার। এছাড়া একবার করে স্কোরশিটে নাম তুলেছেন ডুসান টাডিচ, অ্যান্টনি, ড্যালে ব্লাইন্ড ও লিসান্দ্রো মার্টিনেজ।

ম্যাচের ১২ মিনিটের সময় গোল উৎসবের শুরুটা করেন মিডফিল্ডার একেলেনক্যাম্প। এর পাঁচ মিনিট পর অ্যান্টনির এসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন লাসিনা। ৩২ মিনিটের নিজের দ্বিতীয় ও ম্যাচের তৃতীয় গোল করেন লাসিনা। প্রথমার্ধ শেষ হওয়ার মিনিটখানেক আগে হালি পূরণ ডুসান টাডিচ।

প্রথমার্ধে এই চার গোলই দিতে পেরেছিল আয়াক্স। ম্যাচের ৫৪ থেকে ৫৯- এই কয় মিনিটেই আরও চারটি গোল করে আয়াক্স। প্রথমে ৫৪ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন লাসিনা। ম্যাচের ৫৫ মিনিটের সময় গোল করেন অ্যান্টনি। দুই মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি করেন এ উৎসবের সূচনা করা একেলেনক্যাম্প।

ম্যাচের ৫৯ মিনিটে দুই হালি পূরণ করা গোলটি করেন ড্যালে ব্লাইন্ড। এখানেই শেষ হয়নি আয়াক্সের তাণ্ডব, ৬৫ মিনিটের সময় ডাবল হ্যাটট্রিক পূরণ করেন লাসিনা। এরপর প্রায় দশ মিনিট কোনো গোল হয়নি। ঝটিকা আক্রমণে ৭৪ ও ৭৬ মিনিটে জোড়া গোল করে ফেলেন ক্লাস ইয়ান হান্টেলার।

হান্টেলারের জোড়া গোলের দুই মিনিট পর স্কোরশিটে নাম তোলেন লিসান্দ্রো মার্টিনেজ, ভিভিভির জালে পূরণ হয় এক হালি গোল।
ম্যাচের ৮৭ মিনিটের নিজের পঞ্চম ও দলের ১৩তম গোলের মাধ্যমে ভিভিভির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন লাসিনা ট্রাওর।

বিজনেস আওয়ার/২৫ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: