ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিদায়ী ম্যাচে গোল করবেন ডি মারিয়া, আশা মেসির

  • পোস্ট হয়েছে : ১১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
  • 133

স্পোর্টস ডেস্ক: ২০২১ সালে অ্যাঞ্জেল ডি মারিয়ার একমাত্র গোলেই কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। সেই শিরোপা ধরে রাখার লড়াইয়ে চলতি আসরেও ফাইনালে উঠেছে তারা। এবারও দলে আছেন ডি মারিয়া। তবে এবারের ফাইনালের পর আর আর্জেন্টিনার জার্সি গায়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে দেখা যাবে না এই তারকাকে।

ফাইনালে গোল করার রোমাঞ্চকর ইতিহাস রয়েছে ডি মারিয়ার। কোপার পর ২০২২ সালে কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষেও গোল করেছিলেন তিনি। ওই ম্যাচে ফরাসিদের টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা।

আগামীকাল সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় কোপার ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচেও ডি মারিয়া গোল করবেন বলে আশা করছেন লিওনেল মেসি। সতীর্থের বিদায়ী ম্যাচ গোল দিয়ে রাঙানো দেখতে চান আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

শনিবার ডিরেক্ট টিভি স্পোর্টসের সঙ্গে একটি সাক্ষাৎকারে মেসি বলেন, ‘কে জানে, হয়তো সে ফাইনালে আরও একটি গোল করবে। যেমনটি সে খেলেছে আগের সবগুলো ফাইনালে করেছে। এটা হবে অসাধারণ। দল এখনো আশা করছে সে (ডি মারিয়া) অবসরের সিদ্ধান্ত ফিরিয়ে নেবে।’

‘আমরা সবসময় তাকে বলি যে, সবকিছু ঠিকঠাক থাকলে সামনে আমাদের প্লে-অফের খেলা আসছে। তবুও, ‘ফিডিও’ (ডি মারিয়ার ডাকনাম) তার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এমন কোনো কিছুই নেই যে, এটি (সিদ্ধান্ত) পরিবর্তন করতে পারে।’

ফাইনালের আগে সংবাদ সম্মেলনে ডি মারিয়াকে নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও। এই ম্যাচে ডি মারিয়াকে শুরুর একাদশে রাখা হবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘যদিও আমরা জানি এটাই হবে তার (ডি মারিয়া) শেষ ম্যাচ। আমরা সবসময় আগে সিদ্ধান্ত নেবো দলের জন্য কোনটা ভালো। তাকে যদি খেলানোর সিদ্ধান্ত নিতে হয়, তাহলে অবশ্যই তাকে খেলতে হবে। যদি আমরা তাকে না খেলানোর সিদ্ধান্ত নিই, তাহলে বুঝতে হবে আমরা ভিন্নভাবে চিন্তা করছি। আমরা আশা করি, সবকিছু ঠিকঠাক হবে এবং অ্যাঞ্জেলকে সর্বোত্তম উপায়ে অবসর পাঠাতে পারবো।’

গেল বছরের নভেম্বরে নিজের অবসরের পরিকল্পনা জানিয়েছিলেন ডি মারিয়া। তখন তিনি বলেছিলেন, ২০২৪ সালের কোপা আমেরিকাতেই শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে খেলবেন। সে হিসেবে আগামীকাল ১৫ বছরের রোমাঞ্চকর ফুটবল ক্যারিয়ারের ইতি টানবেন আর্জেন্টিনার জার্সি গায়ে ১৪৪ ম্যাচে ৩১ গোল করা ডি মারিয়া।

বিজনেস আওয়ার/ ১৪ জুলাই / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিদায়ী ম্যাচে গোল করবেন ডি মারিয়া, আশা মেসির

পোস্ট হয়েছে : ১১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪

স্পোর্টস ডেস্ক: ২০২১ সালে অ্যাঞ্জেল ডি মারিয়ার একমাত্র গোলেই কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। সেই শিরোপা ধরে রাখার লড়াইয়ে চলতি আসরেও ফাইনালে উঠেছে তারা। এবারও দলে আছেন ডি মারিয়া। তবে এবারের ফাইনালের পর আর আর্জেন্টিনার জার্সি গায়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে দেখা যাবে না এই তারকাকে।

ফাইনালে গোল করার রোমাঞ্চকর ইতিহাস রয়েছে ডি মারিয়ার। কোপার পর ২০২২ সালে কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষেও গোল করেছিলেন তিনি। ওই ম্যাচে ফরাসিদের টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা।

আগামীকাল সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় কোপার ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচেও ডি মারিয়া গোল করবেন বলে আশা করছেন লিওনেল মেসি। সতীর্থের বিদায়ী ম্যাচ গোল দিয়ে রাঙানো দেখতে চান আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

শনিবার ডিরেক্ট টিভি স্পোর্টসের সঙ্গে একটি সাক্ষাৎকারে মেসি বলেন, ‘কে জানে, হয়তো সে ফাইনালে আরও একটি গোল করবে। যেমনটি সে খেলেছে আগের সবগুলো ফাইনালে করেছে। এটা হবে অসাধারণ। দল এখনো আশা করছে সে (ডি মারিয়া) অবসরের সিদ্ধান্ত ফিরিয়ে নেবে।’

‘আমরা সবসময় তাকে বলি যে, সবকিছু ঠিকঠাক থাকলে সামনে আমাদের প্লে-অফের খেলা আসছে। তবুও, ‘ফিডিও’ (ডি মারিয়ার ডাকনাম) তার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এমন কোনো কিছুই নেই যে, এটি (সিদ্ধান্ত) পরিবর্তন করতে পারে।’

ফাইনালের আগে সংবাদ সম্মেলনে ডি মারিয়াকে নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও। এই ম্যাচে ডি মারিয়াকে শুরুর একাদশে রাখা হবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘যদিও আমরা জানি এটাই হবে তার (ডি মারিয়া) শেষ ম্যাচ। আমরা সবসময় আগে সিদ্ধান্ত নেবো দলের জন্য কোনটা ভালো। তাকে যদি খেলানোর সিদ্ধান্ত নিতে হয়, তাহলে অবশ্যই তাকে খেলতে হবে। যদি আমরা তাকে না খেলানোর সিদ্ধান্ত নিই, তাহলে বুঝতে হবে আমরা ভিন্নভাবে চিন্তা করছি। আমরা আশা করি, সবকিছু ঠিকঠাক হবে এবং অ্যাঞ্জেলকে সর্বোত্তম উপায়ে অবসর পাঠাতে পারবো।’

গেল বছরের নভেম্বরে নিজের অবসরের পরিকল্পনা জানিয়েছিলেন ডি মারিয়া। তখন তিনি বলেছিলেন, ২০২৪ সালের কোপা আমেরিকাতেই শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে খেলবেন। সে হিসেবে আগামীকাল ১৫ বছরের রোমাঞ্চকর ফুটবল ক্যারিয়ারের ইতি টানবেন আর্জেন্টিনার জার্সি গায়ে ১৪৪ ম্যাচে ৩১ গোল করা ডি মারিয়া।

বিজনেস আওয়ার/ ১৪ জুলাই / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: