ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আগস্টে অনলাইন ব্যাংকিং লেনদেন কমেছে

  • পোস্ট হয়েছে : ১০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
  • 62

বিজনেস আওয়ার প্রতিবেদক: অনলাইন ব্যাংকিং চ্যানেলে জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে লেনদেন কমে গেছে। জুলাইয়ের তুলনায় আগস্টে লেনদেন কমেছে ১ দশমিক ৫২ বিলিয়ন টাকা। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানে বলা হয়েছে, জুলাই মাসের সঙ্গে তুলনা করলে দেখা যায়, আগস্টে মোবাইল ব্যাংকিং লেনদেন কম হয়েছে ৩৪ শতাংশ।

এটিএম লেনদেন জুলাই মাসে ১৭৩ দশমিক ৪ বিলিয়ন টাকা হলেও ৪৫ দশমিক ১ বিলিয়ন কমে আগস্টে লেনদেন হয়েছে ১২৮ দশমিক ৩ বিলিয়ন টাকা। পয়েন্ট অব সেল মেশিনে লেনদেন ১৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১ দশমিক ৮ বিলিয়ন টাকায়।

আগস্ট মাসে আন্তঃব্যাংক লেনদেন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) এবং রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদনও জুলাইয়ের তুলনায় কম হয়েছে।

আগস্ট মাসে ইএফটি লেনদেন হয়েছে ২১৬ দশমিক ৬ বিলিয়ন টাকা। জুলাইয়ে লেনদেনের পরিমান ছিল ২৭১ দশমিক ৮ বিলিয়ন টাকা। লেনদেন কমে গেছে ৫৫ দশমিক ২ বিলিয়ন টাকা। একইভাবে আগস্টে আরটিজিএস লেনদেন হয়েছে ১ দশমিক ৭১ ট্রিলিয়ন টাকা। জুলাই মাসে লেনদেনর পরিমান ছিল ১ দশমিক ৭৬ ট্রিলিয়ন টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, আগস্টে কর্ম দিবস কম ছিল। জুলাইয়ের চেয়ে কম করে হলেও তিন দিন কম। কম কার্য দিবসের কারণেই আগস্ট মাসে ইএফটি এবং আরটিজিএস উভয় লেনদেনই মাসে (আগস্ট) কমে গেছে।

দেশের শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশের হেড অব কমিউনিকেশন শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, সার্বিকভাবে জুলাই মাসে লেনদেন সবচেয়ে বেশি হয়েছে। বিশেষ করে ঈদুল আজহার কারণে রেমিটেন্স প্রবাহ এবং অন্যান্য লেনদেন জুলাই মাসে বেশি ছিল। আমার ধারণা সামনের মাসগুলোতে লেনদেন আরও বাড়বে।

এ বিষয়ে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুবর রহমান বলেন, একমাসের পরিসংখ্যান দিয়ে প্রকৃত চিত্র বিশ্লেষণ করা যায় না। লেনদেনের ধরণ বিশ্লেষণের জন্য আমাদের আরও কয়েক মাসের পরিসংখ্যানের জন্য অপেক্ষা করতে হবে।

বিজনেস আওয়ার/২৫ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আগস্টে অনলাইন ব্যাংকিং লেনদেন কমেছে

পোস্ট হয়েছে : ১০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক: অনলাইন ব্যাংকিং চ্যানেলে জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে লেনদেন কমে গেছে। জুলাইয়ের তুলনায় আগস্টে লেনদেন কমেছে ১ দশমিক ৫২ বিলিয়ন টাকা। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানে বলা হয়েছে, জুলাই মাসের সঙ্গে তুলনা করলে দেখা যায়, আগস্টে মোবাইল ব্যাংকিং লেনদেন কম হয়েছে ৩৪ শতাংশ।

এটিএম লেনদেন জুলাই মাসে ১৭৩ দশমিক ৪ বিলিয়ন টাকা হলেও ৪৫ দশমিক ১ বিলিয়ন কমে আগস্টে লেনদেন হয়েছে ১২৮ দশমিক ৩ বিলিয়ন টাকা। পয়েন্ট অব সেল মেশিনে লেনদেন ১৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১ দশমিক ৮ বিলিয়ন টাকায়।

আগস্ট মাসে আন্তঃব্যাংক লেনদেন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) এবং রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদনও জুলাইয়ের তুলনায় কম হয়েছে।

আগস্ট মাসে ইএফটি লেনদেন হয়েছে ২১৬ দশমিক ৬ বিলিয়ন টাকা। জুলাইয়ে লেনদেনের পরিমান ছিল ২৭১ দশমিক ৮ বিলিয়ন টাকা। লেনদেন কমে গেছে ৫৫ দশমিক ২ বিলিয়ন টাকা। একইভাবে আগস্টে আরটিজিএস লেনদেন হয়েছে ১ দশমিক ৭১ ট্রিলিয়ন টাকা। জুলাই মাসে লেনদেনর পরিমান ছিল ১ দশমিক ৭৬ ট্রিলিয়ন টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, আগস্টে কর্ম দিবস কম ছিল। জুলাইয়ের চেয়ে কম করে হলেও তিন দিন কম। কম কার্য দিবসের কারণেই আগস্ট মাসে ইএফটি এবং আরটিজিএস উভয় লেনদেনই মাসে (আগস্ট) কমে গেছে।

দেশের শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশের হেড অব কমিউনিকেশন শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, সার্বিকভাবে জুলাই মাসে লেনদেন সবচেয়ে বেশি হয়েছে। বিশেষ করে ঈদুল আজহার কারণে রেমিটেন্স প্রবাহ এবং অন্যান্য লেনদেন জুলাই মাসে বেশি ছিল। আমার ধারণা সামনের মাসগুলোতে লেনদেন আরও বাড়বে।

এ বিষয়ে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুবর রহমান বলেন, একমাসের পরিসংখ্যান দিয়ে প্রকৃত চিত্র বিশ্লেষণ করা যায় না। লেনদেনের ধরণ বিশ্লেষণের জন্য আমাদের আরও কয়েক মাসের পরিসংখ্যানের জন্য অপেক্ষা করতে হবে।

বিজনেস আওয়ার/২৫ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: