বিজনেস আওয়ার প্রতিবেদক: পদ্মাসেতুতে বসানো হলো ৩৪তম স্প্যান। ৩৩ তম স্প্যান বসানোর ৬ দিনের ব্যবধানে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ৭ ও ৮ নম্বর পিলারের উপর বসলো এ স্প্যানটি। এর মাধ্যমে দৃশ্যমান হলো সেতুর ৫ হাজার ১শ মিটার বা ৫ দশমিক ১ কিলোমিটার। রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে স্প্যান বসানো হয়।
বিষিয়টি নিশ্চিত করে সেতুর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের বলেন, শনিবার ২৪ অক্টোবর মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনে ৩ হাজার ১৫০ টন ওজনের ৩৪ তম স্প্যানটি নিয়ে আনা হয়েছিলো মাওয়া প্রান্তের ৭ ও ৮ নম্বর পিলারের কাছে। তারপর আবহাওয়া আমাদের অনুকূলে থাকায় স্প্যানটি আজ সকালে বসানো হয়েছে।
প্রকৌশলীরা জানান, স্প্যান বসানোর জন্য দু’দিন সময় নেওয়া হয়। প্রথমদিন বৈরী আবহাওয়ার জন্য পিলারের উপর বসানো যায়নি। কিন্তু পরদিন অনুকূল আবহাওয়া থাকায় দেশি-বিদেশি প্রকৌশলীদের চেষ্টায় সফলভাবে বসানো সম্ভব হয়।
পুরো সেতুতে এখন বাকি থাকলো সাতটি স্প্যান বসানো। মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে বাকি ৭ স্প্যান পুরোপুরি প্রস্তুত রয়েছে। জানা গেছে, ৩০ অক্টোবর ৩৫তম স্প্যান, ৪ নভেম্বর ৩৬তম স্প্যান, ১১ নভেম্বর ৩৭তম স্প্যান, ১৬ নভেম্বর ৩৮তম স্প্যান, ২৩ নভেম্বর ৩৯তম স্প্যান, ২ ডিসেম্বর ৪০তম স্প্যান ও ১০ ডিসেম্বর সবশেষ ৪১ নম্বর স্প্যান বসবে।
৬ দশমিক ১৫ কিলোমিটারের পুরো সেতুতে মোট পিলারের সংখ্যা ৪২ টি। সবগুলো পিলারের নির্মাণ কাজ শেষ হয়েছে। ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসানো হচ্ছে। ২০১৪ সালের ডিসেম্বরে শুরু হয়েছিল পদ্মাসেতুর নির্মাণ কাজ। মূল সেতু নির্মাণের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে চীনের আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।
বিজনেস আওয়ার/২৫ অক্টোবর, ২০২০/এ