বিজনেস আওয়ার ডেস্ক: দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিম এলাকায় আল-মাওয়াসিতে ভয়াবহ হামলায় নিহত বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন বহু। শনিবার (১৩ জুলাই) সেফ জোনটিতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
সেখানে তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের লক্ষ্য করে যুদ্ধবিমান দিয়ে হামলা চালানো হয়।
হামলার পর প্রকাশিত ছবিতে দেখা যায়, আহতদের উদ্ধারের চেষ্টা করছে ফিলিস্তিনিরা। ভুক্তভোগীদের মধ্যে শিশু ও প্যারামেডিকসরাও রয়েছে।
সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী নতুন করে একটি ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ওই এলাকায় অন্তত ৫টি বোমা ও ৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
ভয়াবহ এই হামলার একদিন পর উত্তর গাজা সিটিতেও হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এতে সেখানে ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাছাড়া দক্ষিণ গাজার রাফায় এক হামলায় অন্তত ছয় জন নিহত হয়েছেন।
গত ৭ অক্টোবরের পর ইসরায়েলি হামলায় অবরুদ্ধ গাজায় এখন পর্যন্ত মোট ৩৮ হাজার ৪৪৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৮ হাজার ৪৮১ জন।
সূত্র: আল-জাজিরা
বিজনেস আওয়ার/ ১৪ জুলাই / হাসান