স্পোর্টস ডেস্ক: ফাইনাল হারাটাকে যেন রীতিমত অভ্যাস বানিয়ে ফেলেছেন হ্যারি কেইন। নিজে দারুণ খেললেও দল বা ক্লাবের হয়ে কোনো ট্রফি জিততে পারেননি। ইউরো কাপেও ব্যক্তিগতভাবে গোল্ডেন বুট জিতেও দলের হারে সব সাফল্য যেন ম্লান কেইনের।
এবারের ইউরোর ফাইনালে হ্যারি কেইনের সামনে সুযোগ ছিল সেই অপয়া তকমা ঘোচানোর। কিন্তু এবারও তিনি ব্যর্থ হলেন। এই নিয়ে ক্লাব ও জাতীয় দলের হয়ে ছয়টি ফাইনালে হারলেন হ্যারি কেইন।
টটেনহ্যামের হয়ে দুইটি কারাবাও কাপ ফাইনাল, একটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হারেন কেইন। বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে জার্মান কাপের ফাইনালে হারেন তিনি।
জাতীয় দল ইংল্যান্ডের হয়ে ২০২০ ইউরোর ফাইনালে ইতালির কাছে হারেন তিনি। এবার হ্যারি কেইন হারলেন স্পেনের কাছে। তার এই দলগত ট্রফি জয়ের আক্ষেপ কত বছর বয়ে বেড়াতে হবে, সেটা হয়তো কেইনও জানেন না।
বিজনেস আওয়ার/ ১৫ জুলাই /রানা