ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আমরা জানি ফুটবল কিছু মনে রাখে না: ডি পল

  • পোস্ট হয়েছে : ০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • 98

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার এখনকার ফুটবলাররা জিতে ফেলেছেন সবকিছু। ২০২১ সালে কোপা আমেরিকা জিতে শুরু হয় তাদের স্বপ্নযাত্রা। এরপর তারা জেতে বহুদিনের আরাধ্য বিশ্বকাপও। কলম্বিয়াকে হারিয়ে আবারও কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা।

এর আগে দুটি মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মাঝে বিশ্বকাপ জিততে পেরেছিল কেবল স্পেন। এখন ওই তালিকায় যোগ হলো আর্জেন্টিনার নামও। এতে দলকে নিয়ে গর্বিত আলবিসেলেস্তাদের মিডফিল্ডার রদ্রিগো ডি পল। তিনি অবশ্য জানেন, এসবের কিছুই মনে থাকবে না একসময়।

ডি পল বলেন, ‘আমরা এটা বুঝতে পারি যে, ফুটবলের কোনো স্মৃতি নেই। আমাদের এগিয়ে যেতে হবে। সত্যিটা হচ্ছে, এবারের কোপা কঠিন ছিল। সবকিছু একদম শুরু থেকে করা; বিশ্বাস করুন, কঠিন সময় কেটেছে। কোনো কারণে দক্ষিণ আমেরিকার কেউ আগে এটা করতে পারেনি। এবার করতে পারায় আমি জাতীয় দল ও সতীর্থদের নিয়ে গর্বিত।’

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে যখনই খেলতে নামেন, ডি পল নিজের সবকিছু উজাড় করে দেন। মাঠে তার পারফরম্যান্সেও এর ছাপ দেখা যায়। কলম্বিয়ার বিপক্ষে ফাইনালেও তার চেষ্টা ছিল দৃশ্যমান। ম্যাচের পর এ নিয়েও কথা বলেছেন ডি পল।

ডি পল বলেন, ‘আমি চেষ্টা করি, সবকিছু দিয়ে দিতে। যখন আপনি দেশের জার্সি গায়ে তুলবেন। তখন বাড়তি ক্ষমতা পাবেন। আমি সবসময় তৈরি এই দল ও কোচিং স্টাফ আমাকে যাই করতে বলুক না কেন। আজকে কঠিন সেভ করতে হয়েছে লুইজ দিয়াজের মতো খেলোয়াড়ের বিপক্ষে। আমার মনে হয় ভালোই করেছি।’

আর্জেন্টাইন এই তারকা বলেন, ‘এই দলটা আবারও শিরোপা জিতে দেখিয়েছে। গোলটা করেছে বেঞ্চ থেকে আসা ফুটবলাররা। এটার মানে হচ্ছে কে শুরুর একাদশে থাকলো, কে বদলি হয়ে নামলো তাতে কিছু যায় আসে না- সবার পথই একদিকে।’

বিজনেস আওয়ার/ ১৫ জুলাই /রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আমরা জানি ফুটবল কিছু মনে রাখে না: ডি পল

পোস্ট হয়েছে : ০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার এখনকার ফুটবলাররা জিতে ফেলেছেন সবকিছু। ২০২১ সালে কোপা আমেরিকা জিতে শুরু হয় তাদের স্বপ্নযাত্রা। এরপর তারা জেতে বহুদিনের আরাধ্য বিশ্বকাপও। কলম্বিয়াকে হারিয়ে আবারও কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা।

এর আগে দুটি মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মাঝে বিশ্বকাপ জিততে পেরেছিল কেবল স্পেন। এখন ওই তালিকায় যোগ হলো আর্জেন্টিনার নামও। এতে দলকে নিয়ে গর্বিত আলবিসেলেস্তাদের মিডফিল্ডার রদ্রিগো ডি পল। তিনি অবশ্য জানেন, এসবের কিছুই মনে থাকবে না একসময়।

ডি পল বলেন, ‘আমরা এটা বুঝতে পারি যে, ফুটবলের কোনো স্মৃতি নেই। আমাদের এগিয়ে যেতে হবে। সত্যিটা হচ্ছে, এবারের কোপা কঠিন ছিল। সবকিছু একদম শুরু থেকে করা; বিশ্বাস করুন, কঠিন সময় কেটেছে। কোনো কারণে দক্ষিণ আমেরিকার কেউ আগে এটা করতে পারেনি। এবার করতে পারায় আমি জাতীয় দল ও সতীর্থদের নিয়ে গর্বিত।’

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে যখনই খেলতে নামেন, ডি পল নিজের সবকিছু উজাড় করে দেন। মাঠে তার পারফরম্যান্সেও এর ছাপ দেখা যায়। কলম্বিয়ার বিপক্ষে ফাইনালেও তার চেষ্টা ছিল দৃশ্যমান। ম্যাচের পর এ নিয়েও কথা বলেছেন ডি পল।

ডি পল বলেন, ‘আমি চেষ্টা করি, সবকিছু দিয়ে দিতে। যখন আপনি দেশের জার্সি গায়ে তুলবেন। তখন বাড়তি ক্ষমতা পাবেন। আমি সবসময় তৈরি এই দল ও কোচিং স্টাফ আমাকে যাই করতে বলুক না কেন। আজকে কঠিন সেভ করতে হয়েছে লুইজ দিয়াজের মতো খেলোয়াড়ের বিপক্ষে। আমার মনে হয় ভালোই করেছি।’

আর্জেন্টাইন এই তারকা বলেন, ‘এই দলটা আবারও শিরোপা জিতে দেখিয়েছে। গোলটা করেছে বেঞ্চ থেকে আসা ফুটবলাররা। এটার মানে হচ্ছে কে শুরুর একাদশে থাকলো, কে বদলি হয়ে নামলো তাতে কিছু যায় আসে না- সবার পথই একদিকে।’

বিজনেস আওয়ার/ ১৫ জুলাই /রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: