ঢাকা , রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াডে ২০ বছর বয়সী তারকা

  • পোস্ট হয়েছে : ০৫:১১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • 118

স্পোর্টস ডেস্ক: আগামী সেপ্টেম্বরে স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। স্কটিশদের বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি আর ইংলিশদের বিপক্ষে ৩ টি-টোয়েন্টির সঙ্গে ৫টি ওয়ানডে ম্যাচও খেলবে অসিরা। এই দুই সিরিজের জন্য আজ সোমবার দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

স্কোয়াডে জায়গা পেয়েছেন ২০ বছর বয়সী তারকা কপার কনোলি। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট বিগব্যাশে গেল আসরে দুর্দান্ত পারফর্ম করায় তাকে স্কোয়াডে যুক্ত করেছে অসি টিম ম্যানেজমেন্ট।

স্কোয়াডে ডেভিড ওয়ার্নারের জায়গা দখল করেছেন আরেক তরুণ জ্যাক-ফ্রেজার ম্যাকগ্রা। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ওয়ার্নার অবসর নেওয়ায় সুযোগ মিলেছে এই তরুণের।

বাদ পড়েছেন অ্যাস্টন অ্যাগার ও ম্যাথিউ ওয়েড। ওয়েডের বদলি হিসেবে উইকেটরক্ষণের দায়িত্ব পালন করবেন জস ইঙ্গলিশ। এই সিরিজগুলোর জন্য বিশ্রাম দেওয়া হয়েছে প্যাট কামিন্সকে।

এছাড়া টি-টোয়েন্টি সিরিজ দুটি মিস করবেন গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্ক। তবে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন এই জুটি। প্রথমবারের মতো বাবা হওয়ার কারণে তাদের মতো টি-টোয়েন্টি সিরিজ দুটি না খেলে ওয়ানডে সিরিজে যোগ দেবেন ম্যাথিউ শট।

আগামী ৪, ৬ ও ৭ সেপ্টেম্বরে স্কটল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এরপর ১১, ১৩ ও ১৫ সেপ্টেম্বরে ইংলিশদের বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অসিরা। সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ দিয়ে সফর শুরু করে ১৯ ও ২৯ সেপ্টেম্বরের মধ্যে ৫টি ওয়ানডে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।

স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, নাথান এলিস, জ্যাক ফ্রেজার-ম্যাগার্ক, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), স্পেনসার জনসন, মার্কাস স্টয়নিজ, অ্যাডাম জাম্পা।

ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া ওয়ানডে স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জেক ফ্রেজার-ম্যাগার্ক, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), ট্র্যাভিস হেড, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথিউ শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

বিজনেস আওয়ার/ ১৫ জুলাই /রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াডে ২০ বছর বয়সী তারকা

পোস্ট হয়েছে : ০৫:১১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪

স্পোর্টস ডেস্ক: আগামী সেপ্টেম্বরে স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। স্কটিশদের বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি আর ইংলিশদের বিপক্ষে ৩ টি-টোয়েন্টির সঙ্গে ৫টি ওয়ানডে ম্যাচও খেলবে অসিরা। এই দুই সিরিজের জন্য আজ সোমবার দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

স্কোয়াডে জায়গা পেয়েছেন ২০ বছর বয়সী তারকা কপার কনোলি। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট বিগব্যাশে গেল আসরে দুর্দান্ত পারফর্ম করায় তাকে স্কোয়াডে যুক্ত করেছে অসি টিম ম্যানেজমেন্ট।

স্কোয়াডে ডেভিড ওয়ার্নারের জায়গা দখল করেছেন আরেক তরুণ জ্যাক-ফ্রেজার ম্যাকগ্রা। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ওয়ার্নার অবসর নেওয়ায় সুযোগ মিলেছে এই তরুণের।

বাদ পড়েছেন অ্যাস্টন অ্যাগার ও ম্যাথিউ ওয়েড। ওয়েডের বদলি হিসেবে উইকেটরক্ষণের দায়িত্ব পালন করবেন জস ইঙ্গলিশ। এই সিরিজগুলোর জন্য বিশ্রাম দেওয়া হয়েছে প্যাট কামিন্সকে।

এছাড়া টি-টোয়েন্টি সিরিজ দুটি মিস করবেন গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্ক। তবে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন এই জুটি। প্রথমবারের মতো বাবা হওয়ার কারণে তাদের মতো টি-টোয়েন্টি সিরিজ দুটি না খেলে ওয়ানডে সিরিজে যোগ দেবেন ম্যাথিউ শট।

আগামী ৪, ৬ ও ৭ সেপ্টেম্বরে স্কটল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এরপর ১১, ১৩ ও ১৫ সেপ্টেম্বরে ইংলিশদের বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অসিরা। সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ দিয়ে সফর শুরু করে ১৯ ও ২৯ সেপ্টেম্বরের মধ্যে ৫টি ওয়ানডে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।

স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, নাথান এলিস, জ্যাক ফ্রেজার-ম্যাগার্ক, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), স্পেনসার জনসন, মার্কাস স্টয়নিজ, অ্যাডাম জাম্পা।

ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া ওয়ানডে স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জেক ফ্রেজার-ম্যাগার্ক, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), ট্র্যাভিস হেড, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথিউ শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

বিজনেস আওয়ার/ ১৫ জুলাই /রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: