ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইউরোর সেরা একাদশে স্পেনের ৬, ইংল্যান্ডের ১ ফুটবলার

  • পোস্ট হয়েছে : ০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • 131

স্পোর্টস ডেস্ক: নান্দনিক ফুটবল উপহার দিয়ে সর্বাধিক চতুর্থবারের মতো ইউরো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। টুর্নামেন্টজুড়েই আধিপত্য দেখিয়েছে ২০১০ বিশ্বকাপ জেতা দলটি। গত রোববার রাতে জার্মানির বার্লিনে হওয়া ফাইনালে তারা ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ডকে।

ইউরো শেষ হওয়ার দুইদিন পর সেরা একাদশ ঘোষণা করেছে উয়েফা। সেই একাদশেও স্প্যানিশদের জয়জয়কার। ১১ খেলোয়াড়ের মধ্যে চ্যাম্পিয়ন দেশেরই ৬ জন। ইংল্যান্ড ফাইনালে খেললেও মাত্র একজন জায়গা পেয়েছেন একাদশে। তিনি ডিফেন্ডার কাইল ওয়াকার।

পুরো ইউরোতে মাঝমাঠের প্রাধান্য দিয়ে প্রতিপক্ষকে কাবু করেছে স্পেন। সেরা একাদশেও মাঝমাঠ দখলে স্পেনের। ফাবিয়ান রুইজ, রদ্রির সাথে দানি ওলমো। আক্রমণভাগেও দলের দুই তরুণ নিকো উইলিয়ামস ও লামিনে ইয়ামাল জায়গা করে নিয়েছেন। সঙ্গে জার্মানির জামাল মুসালিয়া।

একাদশে ফ্রান্সের ২ জনকে রাখা হয়েছে- গোলরক্ষক মাইক মেগনান ও ডিফেন্ডার উইলিয়াম সাবিলা। সুইজারল্যান্ডের ম্যানুয়েল আকাঞ্জি আছেন একাদশে। স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেলাও বেছে নিয়েছেন নির্বাচকরা।

ইউরোর সেরা একাদশ

গোলরক্ষক: মাইক মেগনান (ফ্রান্স)।
রক্ষণভাগ: কাইল ওয়াকার (ইংল্যান্ড), উইলিয়াম সালিবা (ফ্রান্স), মার্ক কুকুরেলা (স্পেন), ম্যানুয়েল আকাঞ্জি (সুইজারল্যান্ড)।
মধ্যমাঠ: ফাবিয়ান রুইজ (স্পেন), রদ্রি (স্পেন), দানি ওলমো (স্পেন)।
ফরোয়ার্ড: নিকো উইলিয়ামস (স্পেন), লামিনে ইয়ামাল (স্পেন), জামাল মুসালিয়া (জার্মানি)।

বিজনেস আওয়ার/১৬ জুলাই/ তামিম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ইউরোর সেরা একাদশে স্পেনের ৬, ইংল্যান্ডের ১ ফুটবলার

পোস্ট হয়েছে : ০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

স্পোর্টস ডেস্ক: নান্দনিক ফুটবল উপহার দিয়ে সর্বাধিক চতুর্থবারের মতো ইউরো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। টুর্নামেন্টজুড়েই আধিপত্য দেখিয়েছে ২০১০ বিশ্বকাপ জেতা দলটি। গত রোববার রাতে জার্মানির বার্লিনে হওয়া ফাইনালে তারা ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ডকে।

ইউরো শেষ হওয়ার দুইদিন পর সেরা একাদশ ঘোষণা করেছে উয়েফা। সেই একাদশেও স্প্যানিশদের জয়জয়কার। ১১ খেলোয়াড়ের মধ্যে চ্যাম্পিয়ন দেশেরই ৬ জন। ইংল্যান্ড ফাইনালে খেললেও মাত্র একজন জায়গা পেয়েছেন একাদশে। তিনি ডিফেন্ডার কাইল ওয়াকার।

পুরো ইউরোতে মাঝমাঠের প্রাধান্য দিয়ে প্রতিপক্ষকে কাবু করেছে স্পেন। সেরা একাদশেও মাঝমাঠ দখলে স্পেনের। ফাবিয়ান রুইজ, রদ্রির সাথে দানি ওলমো। আক্রমণভাগেও দলের দুই তরুণ নিকো উইলিয়ামস ও লামিনে ইয়ামাল জায়গা করে নিয়েছেন। সঙ্গে জার্মানির জামাল মুসালিয়া।

একাদশে ফ্রান্সের ২ জনকে রাখা হয়েছে- গোলরক্ষক মাইক মেগনান ও ডিফেন্ডার উইলিয়াম সাবিলা। সুইজারল্যান্ডের ম্যানুয়েল আকাঞ্জি আছেন একাদশে। স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেলাও বেছে নিয়েছেন নির্বাচকরা।

ইউরোর সেরা একাদশ

গোলরক্ষক: মাইক মেগনান (ফ্রান্স)।
রক্ষণভাগ: কাইল ওয়াকার (ইংল্যান্ড), উইলিয়াম সালিবা (ফ্রান্স), মার্ক কুকুরেলা (স্পেন), ম্যানুয়েল আকাঞ্জি (সুইজারল্যান্ড)।
মধ্যমাঠ: ফাবিয়ান রুইজ (স্পেন), রদ্রি (স্পেন), দানি ওলমো (স্পেন)।
ফরোয়ার্ড: নিকো উইলিয়ামস (স্পেন), লামিনে ইয়ামাল (স্পেন), জামাল মুসালিয়া (জার্মানি)।

বিজনেস আওয়ার/১৬ জুলাই/ তামিম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: