ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসা নিয়েছেন ১২৬, গুলিবিদ্ধ ৬

  • পোস্ট হয়েছে : ১২:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
  • 74

বিজনেস আওয়ার প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর থেকে রাত পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১২৬ জন। এদের মধ্যে ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (১৭ জুলাই) সকালে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

বাচ্চু মিয়া জানান, মঙ্গলবার দুপুরের পর থেকে রাত পর্যন্ত ধারাবাহিকভাবে ১২৬ জন চিকিৎসার জন্য টিকিট কেটেছিলেন। এদের মধ্যে ভর্তি করা হয়েছে আটজনকে। এই আটজনের মধ্যে ভর্তি ছয়জন গুলিতে আহত। হাসপাতালে ভর্তি আটজন হলেন- পথচারী রাজু (৩৯), আরেক পথচারী রাজু (৩৪), বাকি ছয় শিক্ষার্থী। চিকিৎসকরা জানিয়েছেন, এদের শরীরে গুলির চিহ্ন আছে। এজন্য চিকিৎসকরা তাদের ভর্তি দিয়েছেন। গুলিতে আহত শিক্ষার্থীরা হলেন- পলাশ (১৮) রাতুল (২১) অনিক (২১) ফেরদৌস (২৩) শুভ (২০) ও রুবেল (২৮)।

জানা গেছে, মঙ্গলবার (১৬ জুলাই) সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা কলেজ চত্বর, পুরান ঢাকার তাঁতীবাজার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকার আশপাশে থেকে আহতরা হাসপাতালে চিকিৎসা নেয়। এ ছাড়া অন্যান্য জায়গা থেকেও আরও লোকজন এসে চিকিৎসা নিয়েছে।

বিজনেস আওয়ার/১৭ জুলাই/ রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসা নিয়েছেন ১২৬, গুলিবিদ্ধ ৬

পোস্ট হয়েছে : ১২:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর থেকে রাত পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১২৬ জন। এদের মধ্যে ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (১৭ জুলাই) সকালে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

বাচ্চু মিয়া জানান, মঙ্গলবার দুপুরের পর থেকে রাত পর্যন্ত ধারাবাহিকভাবে ১২৬ জন চিকিৎসার জন্য টিকিট কেটেছিলেন। এদের মধ্যে ভর্তি করা হয়েছে আটজনকে। এই আটজনের মধ্যে ভর্তি ছয়জন গুলিতে আহত। হাসপাতালে ভর্তি আটজন হলেন- পথচারী রাজু (৩৯), আরেক পথচারী রাজু (৩৪), বাকি ছয় শিক্ষার্থী। চিকিৎসকরা জানিয়েছেন, এদের শরীরে গুলির চিহ্ন আছে। এজন্য চিকিৎসকরা তাদের ভর্তি দিয়েছেন। গুলিতে আহত শিক্ষার্থীরা হলেন- পলাশ (১৮) রাতুল (২১) অনিক (২১) ফেরদৌস (২৩) শুভ (২০) ও রুবেল (২৮)।

জানা গেছে, মঙ্গলবার (১৬ জুলাই) সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা কলেজ চত্বর, পুরান ঢাকার তাঁতীবাজার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকার আশপাশে থেকে আহতরা হাসপাতালে চিকিৎসা নেয়। এ ছাড়া অন্যান্য জায়গা থেকেও আরও লোকজন এসে চিকিৎসা নিয়েছে।

বিজনেস আওয়ার/১৭ জুলাই/ রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: