স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্রের মেজর ক্রিকেট লিগে সময়টা মোটেই ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। বাজে পারফর্ম করতে করতে এবার দল থেকেই বাদ পড়লেন তিনি। টানা ৪ ম্যাচের জয়ের দেখা না পাওয়া লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স ৬ বিদেশিকে নিয়ে একাদশ সাজালো সিয়াটল অরকাসের বিপক্ষে। তাতেও জায়গা পেলেন না সাকিব।
গতকাল বুধবার অবশ্য সাকিবকে দলে না নিয়েও জয় পেয়েছে নাইট রাইডার্স। এই ম্যাচে সিয়াটলকে ৪ উইকেটে হারিয়েছে তারা। টস জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৪২ রান করে সিয়াটল। জবাবে ৫ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নাইট রাইডার্স।
সাকিবের না থাকার দিনে বল হাতে দুর্দান্ত ছিলেন সতীর্থ আন্দ্রে রাসেল ও সুনিল নারিন। রাসেল ৪ ওভার বোলিং করে মাত্র ১৫ রান দিয়ে তুলে নিয়েছেন একটি উইকেট। বোলিং কোটা পুরোপুরি পুরণ করা নারিন ১ উইকেট পেয়েছেন ২১ রানের বিপরীতে। এতে সিয়াটলকে নিজেদের হাতের মুঠোয় রাখতে সক্ষম হয় নাইট রাইডার্স।
ব্যাট হাতে উমুখট চাঁদের হাফসেঞ্চুরিতে জয় সহজ হয়ে যায় সাকিবের দলের। ৪৭ বলে ৬৭ রান করেন তিনি। ২৭ রানের অবদান ছিল জেসন রয়ের।
৬ ম্যাচে মাত্র ২ জয় পেলেও প্লে-অফের আশা বেঁচে আছে নাইট রাইডার্সের। তবে একাদশে নিজের জায়গাটা নড়বড়ে করে ফেলেছেন সাকিব। পরবর্তী ম্যাচগুলোতে সাকিব নিজেকে প্রমাণ করার সুযোগ পান কিনা, সেটিই এখন দেখার।
বিজনেস আওয়ার/ ১৮ জুলাই /রানা