বিজনেস আওয়ার প্রতিবেদক: ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতিতে মূল্যস্ফীতি মোকাবিলায় বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১০ শতাংশ থেকে কমিয়ে ৯.৮০ শতাংশ নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
আজ বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে মুদ্রানীতি ঘোষণা করা হয়।
২০২৩-২৪ অর্থবছরের মে মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল ১০.৩৫ শতাংশ। অথচ পুরো ২০২৩-২৪ অর্থবছরের লক্ষ্যমাত্রাই ছিল ১০ শতাংশ।
তবে গত ২০২৩-২৪ অর্থবছরের জুন পর্যন্ত প্রকৃত প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৯.৮০ শতাংশে।
মুদ্রানীতি বিবরণী অনুযায়ী, সরকারি খাতে ঋণের আনুমানিক প্রবৃদ্ধি হবে ১৪.২০ শতাংশ।
নতুন মুদ্রানীতিতে নীতি সুদহার ৮.৫০ শতাংশ, এসডিএফের হার ৭ শতাংশ ও এসএলএফের হার ১০ শতাংশ অপরিবর্তিত রাখা হয়েছে।
বিজনেস আওয়ার/১৮ জুলাই/ এ এইচ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: