স্পোর্টস ডেস্ক: একযুগ পর আবারও ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’- অলিম্পিক গেমস ফিরছে ইউরোপে। ২০১২ সালে সর্বশেষ লন্ডনে অনুষ্ঠিত হয়েছিলো অলিম্পিকের ৩০তম আসর। এবার ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হবে ৩৩তম আসর।
অলিম্পিকের এবারের আসরে ২টি নতুন ডিসিপ্লিন যুক্ত করা হচ্ছে। নিমত পরিবর্তন করা হচ্ছে ৭টি এবং সর্বশেষ টোকিও অলিম্পিকে ছিল- এমন কয়েকটি ডিসিপ্লিনকে বাদ দেয়া হচ্ছে। ফিরিয়ে আনা হয়েছে পুরনো কিছু ইভেন্টকে।
অলিম্পিক্সের নিয়ম অনুযায়ী, নিয়মিত খেলাগুলোর বাইরে ছয়টি খেলাকে আয়োজকরা অন্তর্ভুক্ত করতে পারেন। সে নিয়মের সুযোগ নিয়ে প্যারিসের আয়োজকেরা দু’টি নতুন খেলা ব্রেকিং এবং কায়াক ক্রশকে অন্তর্ভুক্ত করেছে।
টোকিওয় প্রথম অনুষ্ঠিত হওয়া চারটি খেলাকেও জায়গা দেয়া হয়েছে ক্রীড়াতালিকায়। আবার সাতটি খেলার ক্ষেত্রে প্রতিযোগিতার ফরম্যাটে বদল করা হয়েছে বা নতুন ইভেন্ট যুক্ত করা হয়েছে।
প্যারিস অলিম্পিকে মোট ৩২টি ডিসিপ্লিনে খেলা হবে ৩২৯টি ইভেন্টের। অংশ নেবে মোট ১০ হাজার ৭১৪জন।
নতুন খেলা যে দু’টি
ব্রেকিং
এবারই প্রথম অলিম্পিক্সে হবে এই খেলা। ব্রেকিং আসলে ব্রেক ড্যান্সেরই ক্রীড়ারূপ। ২০১৮ সালে বুয়েন্স আয়র্সে আয়োজিত যুব অলিম্পিকে প্রথম অন্তর্ভূক্ত করা হয় ব্রেকিংকে। মূল অলিম্পিকে অবশ্য এবারই প্রথম হবে এই ইভেন্ট।
২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে জায়গা হয়নি ব্রেকিংয়ের। পুরুষ এবং মহিলা বিভাগে বিভিন্ন দেশ থেকে ১৬ জন করে অংশগ্রহণ করবেন। প্রথমে হবে রাউন্ড রবিন লিগ। এরপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং মেডেল রাউন্ড।
নয়জন বিচারকের সামনে পারফর্ম করতে হবে ক্রীড়াবিদদের। কোন গান বা মিউজিকের সঙ্গে নাচতে হবে, তা আগে জানতে পারবেন না প্রতিযোগীরা। নতুন এই খেলায় আমেরিকা, কানাডা, জাপান লিথুয়ানিয়া এবং ফ্রান্স সোনার পদকের লড়াইয়ে থাকবে বলে মনে করা হচ্ছে।
কায়াক ক্রশ
জলের এই খেলায় একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন চারজন। একই র্যাম্পে থেকে লড়াই করতে হয়। পুরুষ এবং মহিলা দু’বিভাগই থাকছে। সোনার মূল দাবিদার ব্রিটেন এবং অস্ট্রেলিয়া। পদকের লড়াইয়ে থাকবে ইতালি, ফ্রান্স, চীন, আমেরিকার মতো দেশগুলিও।
দ্বিতীয়বার অনুষ্ঠিত হবে চারটি খেলা
সার্ফিং
প্রথম বার সার্ফিং হয়েছিল গত টোকিও অলিম্পিক্সে। প্যারিসের আয়োজকরাও এই খেলাকে তালিকায় রেখেছেন। তবে অলিম্পিকের মূল শহরে হবে না সার্ফিং। প্যারিস থেকে ৯০০০ কিলোমিটার দূরে তাহিতি দ্বীপে এই ইভেন্ট হবে। সার্ফিংয়ে সোনা জয়ের মূল লড়াই হতে পারে আমেরিকা এবং ব্রাজিলের মধ্যে।
স্কেটবোর্ডিং
টোকিয়ো গেমসের মতো প্যারিসেও হবে স্কেটবোর্ডিং। দ্বিতীয় বার অলিম্পিক্সে হবে এই খেলা। প্যারিসের রাস্তা এবং একটি পার্কে হবে ইভেন্ট। এই খেলায় পুরুষ এবং মহিলা উভয় বিভাগেই সোনার পদকের দাবিদার জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া।
স্পোর্টস ক্লাইম্বিং
এই খেলাটিও দ্বিতীয় বার দেখা যাবে অলিম্পিক্সে। সার্ফিং এবং স্কেটবোর্ডিংয়ের মতো স্পোর্টস ক্লাইম্বিংও প্রথম হয়েছিল টোকিও অলিম্পিকে। তবে এবার প্রতিযোগিতা আরও কঠিন হচ্ছে। থাকছে দু’টি বিভাগ। একটি স্পিড ইভেন্ট এবং দ্বিতীয়টি কম্বাইন্ড ইভেন্ট।
৩X৩ বাস্কেটবল
অলিম্পিক্সে বাস্কেটবল হচ্ছে ১৯৩৬ সাল থেকে। কিন্তু দীর্ঘদিন তালিকায় জায়গা হয়নি ৩X৩ বাস্কেটবলের। প্রথমবার হয় টোকিওয়। ফ্রান্সের অলিম্পিক আয়োজকরাও এই খেলাকেও রেখেছেন। প্রতিদলে তিন জন করে খেলোয়াড় থাকেন। এই খেলায় পদকের লড়াইয়ে থাকবে লাটভিয়া, আমেরিকা, সার্বিয়া, চিন, ফ্রান্স।
পরিবর্তন সাতটি খেলায়
আর্টিস্টিক সাঁতার: অলিম্পিক্সে আর্টিস্টিক সাঁতার নতুন নয়। এতদিন পর্যন্ত এই খেলা ছিল শুধু নারীদের জন্য। প্যারিসে খেলবেন পুরুষরাও। অলিম্পিকে প্রথমবার পুরুষদের আর্টিস্টিক সাঁতার হবে।
বক্সিং: নারীদের একটি বিভাগ যুক্ত হয়েছে বক্সিংয়ে। আবার পুরুষদের একটি বিভাগ এবার থাকছে না।
সেলিং: এ বার নতুন দু’টি ইভেন্ট হবে সেলিংয়েও।
শুটিং: মিক্সড টিম ট্র্যাপ ইভেন্টের পরিবর্তে প্যারিসে হবে মিক্সড টিম স্কেট ইভেন্ট।
ভারোত্তোলন: প্যারিস অলিম্পিকে পরিবর্তন হয়েছে ভারোত্তোলনেও। মোট ১৪টি ওজন বিভাগে লড়াই হয়েছে টোকিও পর্যন্ত। প্যারিসে হবে ১০টি ওজন বিভাগে লড়াই।
ভলিবল: এতদিন পুরুষ এবং নারী বিভাগের ১২টি করে ভলিবল দলকে দু’টি বিভাগে ভাগ করা হত। গ্রুপ পর্বে পাঁচটি করে ম্যাচ খেলতে হত। এবার ১২টি দলকে ভাগ করা হবে তিনটি গ্রুপে। অর্থাৎ, প্রথম রাউন্ডে ৩টি করে ম্যাচ খেলতে হবে প্রতিটি দলকে।
অ্যাথলেটিক্স: অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে অ্যাথলেটিক্সের কিছু ট্র্যাক ইভেন্টে। ২০০ থেকে ১৫০০ মিটার দূরত্বের সব দৌড়ের ইভেন্টে এবার প্রথম থাকছে রিপেচেজ রাউন্ড।
যেসব অ্যাথলেট হিটে হেরে যাবেন, তারা সেমিফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগ পাবেন। অ্যাথলেটিক্সে পুরুষদের ৫০ কিলোমিটার হাঁটার ইভেন্ট দেখা যাবে না এবার। পরিবর্তে হবে ম্যারাথন মিক্সড রিলে। এটিও হাঁটার প্রতিযোগিতা।
বাদ দেয়া হয়ে যেসব ইভেন্ট
এবারের প্যারিস অলিম্পিকে ভারোত্তোলন থেকে ৪টি ইভেন্ট বাদ দেয়া হয়েছে। এছাড়া তিনটি ডিসিপ্লিনকেও দেখা যাবে না এবারের গেমসে। এই তিনটি হলো বেজবল/সফটবল এবং কারাতে।
বিজনেস আওয়ার/ ১৮ জুলাই / রানা