ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কোটা সংস্কারের সমর্থনে পর্তুগালে সমাবেশ

  • পোস্ট হয়েছে : ১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুলাই ২০২৪
  • 305

আমিরুল ইসলাম, পর্তুগাল থেকে ঃ

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশের শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সমর্থন জানিয়ে পর্তুগালের রাজধানী লিসবনে প্রতিবাদ সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশীরা।

শুক্রবার লিসবনের মার্তিম মনিজ পার্কে বিকাল সাড়ে ৪ টায় প্রবাসী বাংলাদেশীরা ,ওয়ার্ক ফর হিউম্যানিটি বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ চাই, ও বৈষম্যবিরোধী আপামর প্রবাসী বাংলাদেশী সংগঠনের ব্যানারে  সমাবেশ করে।   এর আগে পর্তুগাল বাংলাদেশ দূতাবাসের সামনে স্টুডেন্ট সোসাইটি বাংলাদেশ এর ব্যানারে মানববন্ধন করে প্রবাসী শিক্ষার্থীরা।

পর্তুগাল আইনশৃঙ্খলা বাহিনীর অনুমোদন নিয়ে সংহতি মিছিল আয়োজন করে প্রবাসী বাংলাদেশীরা। নারী, শিশু, বৃদ্ধ ও কিছু পর্তুগীজও এ সমাবেশে অংশগ্রহণ করে। সবাই ছাত্রদের দাবি মেনে নিয়ে হত্যাকান্ডের বিচার দাবি করেন সমাবেশে।

ওয়ার্ক ফর হিউম্যানিটি বাংলাদেশ এর সভাপতি মো: আফতাব উদ্দিন ভূইয়া বলেন, ‘বাংলাদেশের যে ঐতিহাসিক ছাত্র আন্দোলন চলছে, তাদের দাবি কোটা নয় মেধার ভিত্তিতে নিয়োগ বা ভর্তি করতে হবে। আমাদের মনে হয় সেটি গণতান্ত্রিক এবং ন্যায় সঙ্গত দাবি। এই দাবির স্বপক্ষে যখন বাংলাদেশের সর্বত্র ছাত্ররা সমবেত হয়েছে, ঠিক তখন তাদের উপরে হামলা হয়েছে। আমরা সেই হামলার প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি, কেবলমাত্র বাংলাদেশই নয়, পৃথিবীর যেকোন প্রান্তেই শিক্ষার্থীরা যখন ন্যায় সঙ্গত দাবিতে আন্দোলন করবে আমরা তাদের পাশে দাঁড়াবো। আজকে যেভাবে বাংলাদেশের শিক্ষার্থীরা বুক চিতিয়ে লড়াই করছে তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি এবং যারা শহীদ হয়েছেন তাদেরকে লাল সালাম।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কোটা সংস্কারের সমর্থনে পর্তুগালে সমাবেশ

পোস্ট হয়েছে : ১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুলাই ২০২৪

আমিরুল ইসলাম, পর্তুগাল থেকে ঃ

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশের শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সমর্থন জানিয়ে পর্তুগালের রাজধানী লিসবনে প্রতিবাদ সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশীরা।

শুক্রবার লিসবনের মার্তিম মনিজ পার্কে বিকাল সাড়ে ৪ টায় প্রবাসী বাংলাদেশীরা ,ওয়ার্ক ফর হিউম্যানিটি বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ চাই, ও বৈষম্যবিরোধী আপামর প্রবাসী বাংলাদেশী সংগঠনের ব্যানারে  সমাবেশ করে।   এর আগে পর্তুগাল বাংলাদেশ দূতাবাসের সামনে স্টুডেন্ট সোসাইটি বাংলাদেশ এর ব্যানারে মানববন্ধন করে প্রবাসী শিক্ষার্থীরা।

পর্তুগাল আইনশৃঙ্খলা বাহিনীর অনুমোদন নিয়ে সংহতি মিছিল আয়োজন করে প্রবাসী বাংলাদেশীরা। নারী, শিশু, বৃদ্ধ ও কিছু পর্তুগীজও এ সমাবেশে অংশগ্রহণ করে। সবাই ছাত্রদের দাবি মেনে নিয়ে হত্যাকান্ডের বিচার দাবি করেন সমাবেশে।

ওয়ার্ক ফর হিউম্যানিটি বাংলাদেশ এর সভাপতি মো: আফতাব উদ্দিন ভূইয়া বলেন, ‘বাংলাদেশের যে ঐতিহাসিক ছাত্র আন্দোলন চলছে, তাদের দাবি কোটা নয় মেধার ভিত্তিতে নিয়োগ বা ভর্তি করতে হবে। আমাদের মনে হয় সেটি গণতান্ত্রিক এবং ন্যায় সঙ্গত দাবি। এই দাবির স্বপক্ষে যখন বাংলাদেশের সর্বত্র ছাত্ররা সমবেত হয়েছে, ঠিক তখন তাদের উপরে হামলা হয়েছে। আমরা সেই হামলার প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি, কেবলমাত্র বাংলাদেশই নয়, পৃথিবীর যেকোন প্রান্তেই শিক্ষার্থীরা যখন ন্যায় সঙ্গত দাবিতে আন্দোলন করবে আমরা তাদের পাশে দাঁড়াবো। আজকে যেভাবে বাংলাদেশের শিক্ষার্থীরা বুক চিতিয়ে লড়াই করছে তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি এবং যারা শহীদ হয়েছেন তাদেরকে লাল সালাম।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: