বিজনেস আওয়ার প্রতিবেদক: আগেরদিন বৃহস্পতিবার শেয়ারবাজারে বড় উত্থান দেখা গিয়েছিল। ওইদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছিল ৬৩ পয়েন্ট।
ওই দিনের উত্থানের ধারাবাহিকতায় আজ রোববারও উভয় বাজারে লেনদেনের শুরুতে উত্থান প্রবণতা দেখা যায়। লেনদেনের ১৫ মিনিটের মাথায় ডিএসইর সূচক ২৫ পয়েন্টের বেশি বাড়তে দেখা যায়। এই সময়ে হঠাৎ করে সেল প্রেসার বেড়ে যায়। ফলে সূচকের উত্থান পেছনে যেতে থাকে। লেনদেনের ৫২ মিনিটের মাথায় ডিএসইর সূচক ২০ পয়েন্টের বেশি মাইনাস হয়ে যায়।
এরপর তিন-চার বার সূচকের পতন ঠেকিয়ে বাজার ইতিবাচক অবস্থানে ফেরার চেষ্টা চালায়। কিন্তু কোনবারই আর ইতিবাচক অবস্থানে ফেরা যায়নি। বেলা ১টা ২২ মিনিটে দেখা যায় শতাধিক কোম্পানির শেয়ার দিনের সর্বনিম্ন দরে ক্রেতাশুন্য হয়ে যায়। এই সময়ে ডিএসইর প্রধান সূচক প্রায় ২৪ পয়েন্ট মাাইনাস হয়ে লেনদেন হয়। তবে অ্যাডজাস্টমেন্টের চাপে পরের ৮ মিনিটে সূচক আর ৬ পয়েন্ট মাইনাস হয়ে দিনের পতন স্থির হয় প্রায় ৩০ পয়েন্টে।
রোববারের বাজার পর্যালোচনা
আজ সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৮ জুলাই) ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২৯.৯২ পয়েন্ট কমে দাঁড়ায় ৫৩৮৩ পয়েন্টে।
আজ ডিএসইতে ৪৮৮ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন হয়েছিল ৪৯৭ কোটি ৩৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮৮টি বা ২২.৪৪ শতাংশের। আর দর কমেছে ২৬১টি বা ৬৬.৫৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৩টি বা ১০.৯৬ শতাংশের।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ১৪ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৮টির, কমেছে ১১৭টির এবং পরিবর্তন হয়নি ৩২টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৯ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৫৩৮৬ পয়েন্টে।
বিজনেস আওয়ার/২৮ জুলাই/ রুবেল