ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ফের মাঠের বাইরে আগুয়েরো

  • পোস্ট হয়েছে : ০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
  • 46

স্পোর্টস ডেস্ক: হাটুর চোট কাটিয়ে সদ্যই মাঠে ফিরেছিলেন সার্জিও আগুয়েরো। তার এক সপ্তাহ যেতে না যেতেই ফের মাঠের বাইরে ছিটকে গেলেন তিনি। এবার পেশিতে আঘাত পেয়েছেন ম্যানচেস্টার সিটির এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

শনিবার ওয়েস্ট হ্যামের মাঠে ম্যাচের দ্বিতীয়ার্ধে আর মাঠে নামতে পারেননি আগুয়েরো। ম্যাচ শেষে আগুয়েরো পেশিতে চোট পেয়েছেন বলে ম্যাচ শেষে জানান দলটির কোচ পেপ গুয়ার্দিওলা।আমার মনে হয় পেশির চোট; তবে আগামীকাল আমরা নিশ্চিতভাবে জানতে পারব।

এবার ঠিক কতদিনের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন তা এখনও নিশ্চিত করে জানায়নি সিটি। তবে ধারণা করা হচ্ছে আগামী মাসে প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার হয়ে খেলা অনিশ্চিত তার।

নতুন মৌসুমে চোট নিয়ে বেশ ভুগতে হচ্ছে সিটিকে। দলের সেরা খেলোয়াড় কেভিন ডি ব্রুইন বেলজিয়ামের হয়ে খেলার সময় ইনজুরিতে পড়েন। জাতীয় দলের হয়েও খেলতে পারেননি গুরুত্বপূর্ণ নেশনস লিগের ম্যাচও। আর সিটির হয়ে মিস করেছেন আরও দুটি ম্যাচ।

বিজনেস আওয়ার/২৫ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ফের মাঠের বাইরে আগুয়েরো

পোস্ট হয়েছে : ০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০

স্পোর্টস ডেস্ক: হাটুর চোট কাটিয়ে সদ্যই মাঠে ফিরেছিলেন সার্জিও আগুয়েরো। তার এক সপ্তাহ যেতে না যেতেই ফের মাঠের বাইরে ছিটকে গেলেন তিনি। এবার পেশিতে আঘাত পেয়েছেন ম্যানচেস্টার সিটির এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

শনিবার ওয়েস্ট হ্যামের মাঠে ম্যাচের দ্বিতীয়ার্ধে আর মাঠে নামতে পারেননি আগুয়েরো। ম্যাচ শেষে আগুয়েরো পেশিতে চোট পেয়েছেন বলে ম্যাচ শেষে জানান দলটির কোচ পেপ গুয়ার্দিওলা।আমার মনে হয় পেশির চোট; তবে আগামীকাল আমরা নিশ্চিতভাবে জানতে পারব।

এবার ঠিক কতদিনের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন তা এখনও নিশ্চিত করে জানায়নি সিটি। তবে ধারণা করা হচ্ছে আগামী মাসে প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার হয়ে খেলা অনিশ্চিত তার।

নতুন মৌসুমে চোট নিয়ে বেশ ভুগতে হচ্ছে সিটিকে। দলের সেরা খেলোয়াড় কেভিন ডি ব্রুইন বেলজিয়ামের হয়ে খেলার সময় ইনজুরিতে পড়েন। জাতীয় দলের হয়েও খেলতে পারেননি গুরুত্বপূর্ণ নেশনস লিগের ম্যাচও। আর সিটির হয়ে মিস করেছেন আরও দুটি ম্যাচ।

বিজনেস আওয়ার/২৫ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: