ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সোনার পদকে সবার ওপরে চীন

  • পোস্ট হয়েছে : ০৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
  • 99

স্পোর্টস ডেস্ক: প্যারিস অলিম্পিকে সোনার পদকে সবার ওপরে আছে চীন। ছেলেদের ডাইভিংয়ে সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ডে স্বর্ণ জয়ের পর চীনের মোট সোনার পদক হলো ১২টি।

এখন পর্যন্ত ১২টি সোনার সঙ্গে ৭টি করে রূপা ও ব্রোঞ্জ জিতে মোট ২৬টি পদক চীনের। তারা আছে তালিকার এক নম্বরে।

যদিও সবমিলিয়ে পদক বেশি জিতেছে যুক্তরাষ্ট্র। ৯ সোনা ১৬ রূপা এবং ১৩ ব্রোঞ্জ নিয়ে তাদের পদক মোট ৩৮টি। সোনার পদকে এখনও চীনের থেকে তিন ধাপ পিছিয়ে যুক্তরাষ্ট্র।

তৃতীয় স্থানে থাকা ফ্রান্স সোনার পদক জিতেছে ৮টি। ১১ রূপা এবং ৯টি ব্রোঞ্জসহ ফ্রান্সের মোট পদক এখন ২৮টি।

৮টি করে সোনার পদক জিতেছে অস্ট্রেলিয়া এবং জাপানও।

বিজনেস আওয়ার/০২ আগস্ট / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সোনার পদকে সবার ওপরে চীন

পোস্ট হয়েছে : ০৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪

স্পোর্টস ডেস্ক: প্যারিস অলিম্পিকে সোনার পদকে সবার ওপরে আছে চীন। ছেলেদের ডাইভিংয়ে সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ডে স্বর্ণ জয়ের পর চীনের মোট সোনার পদক হলো ১২টি।

এখন পর্যন্ত ১২টি সোনার সঙ্গে ৭টি করে রূপা ও ব্রোঞ্জ জিতে মোট ২৬টি পদক চীনের। তারা আছে তালিকার এক নম্বরে।

যদিও সবমিলিয়ে পদক বেশি জিতেছে যুক্তরাষ্ট্র। ৯ সোনা ১৬ রূপা এবং ১৩ ব্রোঞ্জ নিয়ে তাদের পদক মোট ৩৮টি। সোনার পদকে এখনও চীনের থেকে তিন ধাপ পিছিয়ে যুক্তরাষ্ট্র।

তৃতীয় স্থানে থাকা ফ্রান্স সোনার পদক জিতেছে ৮টি। ১১ রূপা এবং ৯টি ব্রোঞ্জসহ ফ্রান্সের মোট পদক এখন ২৮টি।

৮টি করে সোনার পদক জিতেছে অস্ট্রেলিয়া এবং জাপানও।

বিজনেস আওয়ার/০২ আগস্ট / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: