ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জ্যান্ত কই মাছ গলায় আটকে যুবকের মৃত্যু

  • পোস্ট হয়েছে : ০৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
  • 117

বিজনেস আওয়ার ডেস্ক: ভরা বর্ষায় মাছ ধরতে গিয়ে জ্যান্ত কই মাছ গলায় আটকে মৃত্যু হলো এক যুবকের। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার জামালপুরের তেলেগ্ৰামে এ ঘটনা ঘটে। মৃত যুবকের নাম সাগর রায় (৩৫)।

জানা গেছে, বৃহস্পতিবার (১ আগষ্ট) রাতে প্রবল বৃষ্টির মধ্যে সাগর রায় তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডাক্তার দেখানো শেষে জৌগ্ৰাম স্টেশন থেকে পায়ে হেঁটে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে একটি জায়গা দেখেন রাস্তায় কই মাছ উঠে এসেছে। দুই হাতে দুটি কই মাছ ধরেন সাগর।

পরে তিনি দেখেন, বৃষ্টির পানির সঙ্গে আরও একটি কই মাছ ভেসে যাচ্ছে। সেসময় দুই হাতের একটি মাছ মুখে ধরে আরেকটি মাছ ধরতে গেলে, হঠাৎ করেই মুখের মাছটি গলায় চলে যায় ও শ্বাসনালীতে আটকে যায়।

অসহ্য যন্ত্রণায় ছটফট করতে থাকেন সাগর। এই দৃশ্য দেখে চিৎকার শুরু করেন সাগরের স্ত্রী। সঙ্গে সঙ্গে আশেপাশের লোকজন ছুটে এসে সাগরকে স্থানীয় জামালপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসাকরা সাগরকে মৃত ঘোষণা করেন। চিকিসকরা জানান, পথেই মারা গেছে তিনি।

সাগরের অকস্মাৎ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে ও এলাকায়। সাগরের মা লক্ষ্মী রায় বলেন, কই মাছ ধরে মুখে রেখেছিল। তাতেই এই ঘটনা। হাসপাতালে নিয়েও আমার ছেলেটাকে বাঁচানো গেলো না।

স্থানীয় বাসিন্দা ধলা রায় বলেন, ঘটনাটা একেবারে আচমকাই ঘটে গেলো। একটি কই মাছ যে এত বড় বিপদ ডেকে আনবে, কে জানতো!

বিজনেস আওয়ার/০২ আগস্ট / হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

জ্যান্ত কই মাছ গলায় আটকে যুবকের মৃত্যু

পোস্ট হয়েছে : ০৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪

বিজনেস আওয়ার ডেস্ক: ভরা বর্ষায় মাছ ধরতে গিয়ে জ্যান্ত কই মাছ গলায় আটকে মৃত্যু হলো এক যুবকের। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার জামালপুরের তেলেগ্ৰামে এ ঘটনা ঘটে। মৃত যুবকের নাম সাগর রায় (৩৫)।

জানা গেছে, বৃহস্পতিবার (১ আগষ্ট) রাতে প্রবল বৃষ্টির মধ্যে সাগর রায় তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডাক্তার দেখানো শেষে জৌগ্ৰাম স্টেশন থেকে পায়ে হেঁটে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে একটি জায়গা দেখেন রাস্তায় কই মাছ উঠে এসেছে। দুই হাতে দুটি কই মাছ ধরেন সাগর।

পরে তিনি দেখেন, বৃষ্টির পানির সঙ্গে আরও একটি কই মাছ ভেসে যাচ্ছে। সেসময় দুই হাতের একটি মাছ মুখে ধরে আরেকটি মাছ ধরতে গেলে, হঠাৎ করেই মুখের মাছটি গলায় চলে যায় ও শ্বাসনালীতে আটকে যায়।

অসহ্য যন্ত্রণায় ছটফট করতে থাকেন সাগর। এই দৃশ্য দেখে চিৎকার শুরু করেন সাগরের স্ত্রী। সঙ্গে সঙ্গে আশেপাশের লোকজন ছুটে এসে সাগরকে স্থানীয় জামালপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসাকরা সাগরকে মৃত ঘোষণা করেন। চিকিসকরা জানান, পথেই মারা গেছে তিনি।

সাগরের অকস্মাৎ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে ও এলাকায়। সাগরের মা লক্ষ্মী রায় বলেন, কই মাছ ধরে মুখে রেখেছিল। তাতেই এই ঘটনা। হাসপাতালে নিয়েও আমার ছেলেটাকে বাঁচানো গেলো না।

স্থানীয় বাসিন্দা ধলা রায় বলেন, ঘটনাটা একেবারে আচমকাই ঘটে গেলো। একটি কই মাছ যে এত বড় বিপদ ডেকে আনবে, কে জানতো!

বিজনেস আওয়ার/০২ আগস্ট / হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: