ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে নাইজেরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত

  • পোস্ট হয়েছে : ০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
  • 63

বিজনেস আওয়ার ডেস্ক: নাইজেরিয়ায় অর্থনৈতিক সংকটের মধ্যেই সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।

তাছাড়া শুক্রবার (২ আগস্ট) দেশটির উত্তরাঞ্চলের বেশি কয়েকটি প্রদেশে কারফিউ জারি করা হয়েছে। কয়েকটি শহরে ব্যাপক সংঘর্ষের পরই এই কারফিউ জারি করা হয়।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, খাদ্যের অভাব, অনিয়ম ও দুর্নীতির কারণেই মানুষ রাস্তায় নেমেছে। এ সময় তারা নানা ধরনের সরকারবিরোধী স্লোগান লেখা প্লেকার্ড প্রদর্শন করেন।

পুলিশ জানিয়েছে, সরকারি অফিসে লুটপাট করার পরে এখন পর্যন্ত ৩০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে ও উত্তরাঞ্চলের পাঁচ রাজ্যে কারফিউ জারি করা হয়েছে।

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, তিন প্রদেশে ১৩ জনের মৃত্যু হয়েছে। যদিও সরকারিভাবে এ ব্যাপারে কিছু প্রকাশ করা হয়নি।

এর আগে বৃহস্পতিবার দেশটির পুলিশ প্রধান জানিয়েছিলেন, পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী ডাকা হতে পারে।

দেশের পুলিশের সব ইউনিটকে সতর্ক রাখার হয়েছে। তাছাড়া শৃঙ্খলা ফেরাতে আরও ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানান তিনি।

সূত্র: আল-জাজিরা

বিজনেস আওয়ার/০৩ আগস্ট / হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে নাইজেরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত

পোস্ট হয়েছে : ০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪

বিজনেস আওয়ার ডেস্ক: নাইজেরিয়ায় অর্থনৈতিক সংকটের মধ্যেই সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।

তাছাড়া শুক্রবার (২ আগস্ট) দেশটির উত্তরাঞ্চলের বেশি কয়েকটি প্রদেশে কারফিউ জারি করা হয়েছে। কয়েকটি শহরে ব্যাপক সংঘর্ষের পরই এই কারফিউ জারি করা হয়।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, খাদ্যের অভাব, অনিয়ম ও দুর্নীতির কারণেই মানুষ রাস্তায় নেমেছে। এ সময় তারা নানা ধরনের সরকারবিরোধী স্লোগান লেখা প্লেকার্ড প্রদর্শন করেন।

পুলিশ জানিয়েছে, সরকারি অফিসে লুটপাট করার পরে এখন পর্যন্ত ৩০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে ও উত্তরাঞ্চলের পাঁচ রাজ্যে কারফিউ জারি করা হয়েছে।

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, তিন প্রদেশে ১৩ জনের মৃত্যু হয়েছে। যদিও সরকারিভাবে এ ব্যাপারে কিছু প্রকাশ করা হয়নি।

এর আগে বৃহস্পতিবার দেশটির পুলিশ প্রধান জানিয়েছিলেন, পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী ডাকা হতে পারে।

দেশের পুলিশের সব ইউনিটকে সতর্ক রাখার হয়েছে। তাছাড়া শৃঙ্খলা ফেরাতে আরও ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানান তিনি।

সূত্র: আল-জাজিরা

বিজনেস আওয়ার/০৩ আগস্ট / হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: