স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচের টি-টোয়েন্টিতে ভারতের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর শ্রীলঙ্কার লক্ষ্য ছিল ওয়ানডে সিরিজে ভালো কিছু করার। কিন্তু প্রথম ওয়ানডেতে ভারতের সামনে বড় লক্ষ্য ছুঁড়ে দিতে পারেনি লঙ্কানরা। তবে বোলারদের প্রাণপণ চেষ্টায় শেষ দিতে নাটকীয়ভাবে ম্যাচটি ড্র করতে পেরেছে স্বাগতিকরা।
শুক্রবার প্রেসাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেওয়া ২৩১ রানের নড়বড়ে লক্ষ্য তাড়ায় ২১১ রানে ৮ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। শিবম দুবের ধৈর্যশীল ব্যাটিংয়ে প্রায় জয়ই পেয়ে যাচ্ছিল ভারত। কিন্তু ড্র করে (২৩০ রানের মাথায়) উইকেট বিলিয়ে দেন দুবে। তাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন চারিথ আসালঙ্কা। পার্ট টাইমের এই অফস্পিনার নতুন ব্যাটার অর্শদীপ সিংকে পরের বলেই এলবিডব্লিউ করেন। ফলে ২৩০ রানেই অলআউট হয়ে যায় ভারত। যে কারণে ম্যাচটি শেষ হয় ড্র-তেই।
গতকাল টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৩০ রান করে শ্রীলঙ্কা। লঙ্কানরা শুরু থেকেই উইকেট হারাতে থাকে। ৭ রানের মাথায় প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট বিলিয়ে ১০১ রানে ৫ উইকেট ছিল না শ্রীলঙ্কার।
এদিন একপ্রান্তে ধরে রেখেছিলেন ওপেনার পাথুম নিশাঙ্কা। ৭৫ বলে ৫৬ রানের (৯ বাউন্ডারিতে) ইনিংস খেলেন তিনি। সাত নম্বরে নেমে প্রতিরোধের সঙ্গে দুর্দান্ত এক ইনিংসও খেলেন দুনিথ ওয়াল্লাগে। ৬৫ বলে ৬৭ রানের অনবদ্য ও অপরাজিত ইনিংস খেলেন তিনি। ওয়াল্লাগেকে সহায়তা করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা (৩৫ বলে ২৪) ও আকিলা ধনঞ্জয়া (২৪ বলে ১৭)।
জবাবে ব্যাট করতে নামা ভারতের শুরুটা ছিল দুর্দান্ত। রোহিত শর্মার মারকুটে ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ৭৫ রান করে ভারত। ৩৫ বলে ১৬ রান করে সাজঘরের পথে হাঁটেন শুভমান গিল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতার পর প্রথমবার মাঠে নেমে খুব বেশি রান পাননি বিরাট কোহলি (৩২ বলে ২৪)। তবে ফিফটি হাঁকান রোহিত (৪৭ বলে ৫৮)।
মিডলঅর্ডারে ভারতকে সহায়তা করেন লোকেশ রাহুল (৪৩ বলে ৩১) ও অক্ষর প্যাটেল (৫৭ বলে ৩৩)। শিবম দুবে করেন ২৪ বলে ২৫ রান। ২৩ রান এসেছে শ্রেয়াস আয়ারের ব্যাট থেকে। শেষমেশ ২৩০ রান থামে ভারত।
ভারতের হয়ে ২টি করে উইকেট শিকার করেন অর্শদীপ সিং ও অক্ষর প্যাটেল। আর শ্রীলঙ্কার হয়ে ৩টি করে উইকেট পান ওয়ানিন্দু হাসারাঙ্গা ও চারিথ আসালঙ্কা।
বিজনেস আওয়ার/০৩ আগস্ট / রানা