বিনোদন ডেস্ক: চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে শনিবার পথে নামছেন গানের মানুষেরা। গানে গানে তারা সংহতি জানাবেন আন্দোলনরত শিক্ষার্থীদের। বিকেল ৩টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এ সংহতি সম্মিলনের আয়োজন করেছেন ঢাকায় অবস্থানরত বাংলাদেশের সংগীতশিল্পীরা।
সংহতি সম্মিলন প্রসঙ্গে সংস্কৃতিকর্মী এরশাদুল হক টিংকু ফেসবুকে লিখেছেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আমরা সংগীতশিল্পীরা একত্র হয়ে সুরের সাথে আমাদের সংহতি প্রকাশ করতে যাচ্ছি। আগামীকাল শনিবার ৩ আগস্ট বিকেল ৩টায় রবীন্দ্র সরোবরে আমরা মিলিত হবো। গানের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের আন্দোলনে আমাদের সমর্থন দেব। যারা ঢাকার বাইরে আছেন, তারা নিজ নিজ জেলার উপযুক্ত স্থানে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করবেন।’
এরশাদুল হক আরও লিখেছেন, ‘আমাদের শিক্ষার্থীদের সাথে এই সংহতি হোক শান্তিপূর্ণ এবং গানে গানে। আমরা বাংলা গানের সেই সব লাইন দিয়ে ব্যানার ও ফেস্টুন তৈরি করছি, যা বিভিন্ন সময় আন্দোলন ও প্রতিবাদে মানুষের মুখে মুখে ছিল। আমরা সবাই একসাথে এই গানগুলি গাইবো, এভাবেই আমরা আমাদের প্রতিবাদ জানাবো। আমাদের সব মিউজিশিয়ানদের উপস্থিতি এখানে মুখ্য। আমরা সবাই একসাথে দাঁড়ালে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে এবং শক্তি অনুভব করবে।‘
‘ওরা জানবে যে, আমরা তাদের পাশে আছি। সেখানে একত্র হওয়ার এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য।’ শিল্পী এলিটা করিম ফেসবুকে লিখেছেন, ‘গেট আপ, স্ট্যান্ড আপ। শনিবার ৩ আগস্ট বিকেল ৩টায় শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে আমরা শিল্পীরা সবাই মিলিত হবো রবীন্দ্র সরোবরে। গানে গানে আমরা শিল্পীরা সংহতি প্রকাশ করবো।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন তারকাদের অনেকেই। এদিকে গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল থেকে ঢাকার ফার্মগেট এলাকায় অবস্থান নিয়েছিলেন চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যমসহ দৃশ্যমাধ্যমের বিভিন্ন শাখার শিল্পী ও কর্মীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে স্লোগান দিয়েছেন বিক্ষুব্ধ শিল্পীরা।
বিজনেস আওয়ার/০৩ আগস্ট / রানা