বিজনেস আওয়ার প্রতিবেদক: সমাপ্ত সপ্তাহে (২৮ জুলাই- ০১ আগাস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সপ্তাহ শেষে দরপতনের শীর্ষে উঠে এসেছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, সমাপ্ত সপ্তাহে পদ্মা ইসলামী লাইফের শেয়ারদর কমেছে ১৯ দশমিক ৬০ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে অবস্থা নিয়েছে কোম্পানিটি।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল টি’র শেয়ারদর কমেছে ১৪ দশমিক ৫৭ শতাংশ। আর আর ১২ দশমিক ৯০ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
সপ্তাহজুড়ে দরপতন হওয়া অন্যান্য কোম্পানিগুলো মধ্যে রয়েছে- আমান ফিড, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ, সি পার্ল, আল-হাজ টেক্সটাইল, মিথুন নিটিং, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, ডিবিএইচ প্রথম মিউচুয়াল ফান্ড।
বিজনেস আওয়ার/ ০৩ আগস্ট/ এ এইচ