ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পিসিবির বড় পদ গ্রহণের প্রস্তাব পেয়েও নাকচ করলেন ওয়াসিম আকরাম

  • পোস্ট হয়েছে : ০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
  • 76

স্পোর্টস ডেস্ক: জাতীয় ক্রিকেট দলের অভ্যন্তরীণ গোলমাল মেটাতে ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা ভাবছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি। প্রশাসনিক দায়িত্ব নিজের হাতে রেখে ক্রিকেট সংশ্লিষ্ট বিষয়গুলো সাবেক কিংবদন্তি ওয়াসিম আকরামকে দেওয়ার প্রস্তাব করেছিলেন তিনি।

পিসিবির প্রস্তাবিত দায়িত্ব গ্রহণ করলে ওয়াসিম আকরামের পদবি হতো পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। নকভির উপদেষ্টা হিসেবে কাজ করতেন তিনি। তবে গুরুত্বপূর্ণ এই পদ গ্রহণের প্রস্তাব পেয়ে সেটি নাকচ করে দিয়েছেন ওয়াসিম।

প্রস্তাব নাকচ করার পেছনে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন ওয়াসিম। তিনি জানিয়েছেন, স্থায়ীভাবে পাকিস্তানের করাচিতে বাস করেন তিনি। পারিবারিক কারণে তাকে প্রায় সময় অস্ট্রেলিয়া যেতে হয়। তার পক্ষে লাহোরে (পাকিস্তানের ক্রিকেট একাডেমি এখানে) নিয়মিত থাকা সম্ভব নয়।

দায়িত্ব না নিলেও পাকিস্তানকে সবসময় সাহায্য করার আশ্বাস দিয়েছেন ওয়াসিম। যদি প্রয়োজন হয়, তাহলে কোনো আর্থিক বিনিময় ছাড়াই তিনি পিসিবিতে কাজ করবেন।

ওয়াসিমের এসব কথা শুনে বিকল্প কাউকে খুঁজছে পিসিবি। আরেক সাবেক ক্রিকেটার ওয়াকার ইউনুসের সঙ্গে কথা বলেছে সংস্থাটি। ওয়াকার ইউনুসও অস্ট্রেলিয়াতে থাকেন। তবে তিনি লাহোরে ফেরত আসার ইচ্ছে প্রকাশ করেছেন। গত সোমবার বেশকিছু বিষয় নিয়ে নকভির সঙ্গে কথা বলেছেন ওয়াকার। এখনো চূড়ান্ত নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত জানানো হয়নি কোনো পক্ষ থেকেই।

পিসিবি চেয়ারম্যানের বাইরে মহসিন নকভির সবচেয়ে বড় পরিচয় হলো তিনি পাকিস্তানের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। দুটি বড় দায়িত্ব একসঙ্গে তার জন্য পালন করা কঠিন। এর জন্য নকভিকে সমালোচনার মুখেও পড়তে হয়েছে। কারণ, রাষ্ট্রীয় কাজের কারণে তিনি ক্রিকেটে ভালো মতো সময় দিতে পারেন না। বিষয়টি সমাধানের জন্যই মূলত অতিরিক্ত জনবল নিয়োগের কথা ভাবচেন নকভি।

বিজনেস আওয়ার/০৩ আগস্ট / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পিসিবির বড় পদ গ্রহণের প্রস্তাব পেয়েও নাকচ করলেন ওয়াসিম আকরাম

পোস্ট হয়েছে : ০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪

স্পোর্টস ডেস্ক: জাতীয় ক্রিকেট দলের অভ্যন্তরীণ গোলমাল মেটাতে ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা ভাবছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি। প্রশাসনিক দায়িত্ব নিজের হাতে রেখে ক্রিকেট সংশ্লিষ্ট বিষয়গুলো সাবেক কিংবদন্তি ওয়াসিম আকরামকে দেওয়ার প্রস্তাব করেছিলেন তিনি।

পিসিবির প্রস্তাবিত দায়িত্ব গ্রহণ করলে ওয়াসিম আকরামের পদবি হতো পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। নকভির উপদেষ্টা হিসেবে কাজ করতেন তিনি। তবে গুরুত্বপূর্ণ এই পদ গ্রহণের প্রস্তাব পেয়ে সেটি নাকচ করে দিয়েছেন ওয়াসিম।

প্রস্তাব নাকচ করার পেছনে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন ওয়াসিম। তিনি জানিয়েছেন, স্থায়ীভাবে পাকিস্তানের করাচিতে বাস করেন তিনি। পারিবারিক কারণে তাকে প্রায় সময় অস্ট্রেলিয়া যেতে হয়। তার পক্ষে লাহোরে (পাকিস্তানের ক্রিকেট একাডেমি এখানে) নিয়মিত থাকা সম্ভব নয়।

দায়িত্ব না নিলেও পাকিস্তানকে সবসময় সাহায্য করার আশ্বাস দিয়েছেন ওয়াসিম। যদি প্রয়োজন হয়, তাহলে কোনো আর্থিক বিনিময় ছাড়াই তিনি পিসিবিতে কাজ করবেন।

ওয়াসিমের এসব কথা শুনে বিকল্প কাউকে খুঁজছে পিসিবি। আরেক সাবেক ক্রিকেটার ওয়াকার ইউনুসের সঙ্গে কথা বলেছে সংস্থাটি। ওয়াকার ইউনুসও অস্ট্রেলিয়াতে থাকেন। তবে তিনি লাহোরে ফেরত আসার ইচ্ছে প্রকাশ করেছেন। গত সোমবার বেশকিছু বিষয় নিয়ে নকভির সঙ্গে কথা বলেছেন ওয়াকার। এখনো চূড়ান্ত নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত জানানো হয়নি কোনো পক্ষ থেকেই।

পিসিবি চেয়ারম্যানের বাইরে মহসিন নকভির সবচেয়ে বড় পরিচয় হলো তিনি পাকিস্তানের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। দুটি বড় দায়িত্ব একসঙ্গে তার জন্য পালন করা কঠিন। এর জন্য নকভিকে সমালোচনার মুখেও পড়তে হয়েছে। কারণ, রাষ্ট্রীয় কাজের কারণে তিনি ক্রিকেটে ভালো মতো সময় দিতে পারেন না। বিষয়টি সমাধানের জন্যই মূলত অতিরিক্ত জনবল নিয়োগের কথা ভাবচেন নকভি।

বিজনেস আওয়ার/০৩ আগস্ট / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: